নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাঁড়ায়া আছি
যেনবা বৃক্ষ, কৃষি সমাজের মত
পাসপোর্ট নিয়া গ্যাছে
একে একে চলে যাচ্ছে লাইনের সবাই
বুকের মধ্যে সূরা ইউনুস
“যে পথভ্রষ্ট হবে, সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হবে”
একেএকে মানুষ চলে যাচ্ছে
নাকি রাষ্ট্র?
পথভ্রষ্ট না হবার জন্য আছি দাঁড়ায়া
যেনবা রাষ্ট্র আমার সাথে নাই
যেনবা তারে নিয়া গ্যাছে কাগজের পাসপোর্ট ভেবে
দূরে, টাওয়ারের কাছ থেকে কেউ যেন ডাকে
নীচে, কি যেন দ্যাখে, স্ক্রীণে কি যেন খোঁজে
চোখেচোখে ধমক দেয় আর বলে,
“ইউ বাংলাদেশ?”
আমি বলি “হ্যা”, “ইয়েস”
সে; জমা রাখা পাসপোর্ট দেখে,
বলে, “ওয়েট!”
একেএকে সবাই চলে যাচ্ছে
খালি হয়ে যাচ্ছে
বুকের মধ্যে সূরা বনি ইসরাইল
"হে মানবজাতি তোমাদের বড়ই তাড়াহুড়া"
সে ডাকে, “ইউ ইন্ডিয়ান?”
আমি বলি, “নো! বাংলাদেশ”
সে হাসে,
“ট্রানজিট ভিসা গ্রান্টেড”।
শরৎ চৌধুরী, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৪, হাতিরঝিল, ঢাকা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫
শরৎ চৌধুরী বলেছেন: মন্তব্যটি অনবদ্য হল। শুভেচ্ছা, অশেষ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৩
কালো যাদুকর বলেছেন: আপনার কবিতা বেশতাৎপর্যপূর্ণ হয়েছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ যাদুকর।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: কবিতা ঠিকঠাক আছে। কিন্তু নামটা সুন্দর হয়নি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫০
শরৎ চৌধুরী বলেছেন: আচ্ছা রাজীব। অনেক ধন্যবাদ।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশ পরিচিত হয় দেশের মানুষের পরিচয়ে।
আমরা যদি বদলে যাই দেশ বদলে যাবে।
আমাদের পাসপোর্টও দাম পাবে।
আমরা জিতলেই জিতে যাবে প্রিয় বাংলাদেশ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ। আমার মনে হয়, দেশ বদলারে আমরা জিতে যাবো।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদেরকে জিততেই হবে।
আমাদের কোন বিকল্প কোন উপায় নেই।
আমাদের একটাই দেশ এবং এটা একটা ভালো দেশ।
এই দেশ আমাদের সবার।
আমাদের সকলের।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭
সোনালি কাবিন বলেছেন: কবিতাটা ভাল্লাগ্লো।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩
নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২ বার পড়লাম, থিমটা ধরার চেষ্টা করলাম। একবার মনে হলো, সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে, আমি দেশপ্রেমিক সাচ্চা নাগরিক, মাটি কামড়ে এ মাটিতেই রয়ে গেছি।
আবার মনে হলো, বিদেশ থেকে দেশে ফিরছি। ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানো আমি। আমার পাসপোর্ট চেক হচ্ছে। 'বাংলাদেশ' বলে নাক ছিঁটকাচ্ছে। আমি ইন্ডিয়ান কিনা, বলছে। আমি বলছি - বাংলাদেশী। ট্রান্সজিট ভিসা গ্রান্টেড। বিভিন্ন সুরার ভার্স দেখে মনে হলো - পুরো দুনিয়াতে থাকার জন্য আমার ট্রাঞ্জিট গ্রান্ট করা হয়েছে।
এই যে একটা কবিতা পড়ে এতকিছু ভাবলাম (আমি লিখলাম ইচ্ছে করেই), হয়ত কবি-ভাবনার ধারেকাছেও নাই, কিন্তু তাতে কোনো কবিরা গুনাহ হবে না, এটা পড়ে আমি যা বুঝেছি, আমার কাছে কবিতার অর্থ ওটাই। এটাই কবিতার বহুমাত্রিকতা।
শুভেচ্ছা রইল শরৎ বাবু