নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মনকে শান্তির নীড়ে রাখ দেখবে সব কিছু সুন্দর লাগবে

শান্তির দূত২৪

শান্তির দূত২৪ › বিস্তারিত পোস্টঃ

মানবতার মায়াকান্না

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

মানবতার সংজ্ঞা আজ নতুনভাবে রচিত হচ্ছে। বাংলাদেশ আজ অন্য দেশের জাতি গোষ্ঠির মানবতার জন্য কাজ করছে। এতে আমাদের সাধুবাদদ জানানো উচিত। কিন্তু আমার দেশে যে মানবতা ক্ষয় হচ্ছে তার কি হবে? এই প্রশ্ন আজ সবার। রোহিঙ্গা জাতি গোষ্ঠির নীরীহরা আজ তাদেরই কোন অংশের অপরাধের শাস্তি ভোগ করছে। একের ভুল সবার শাস্তি। এটা অন্যায়। ঠিক তেমনি আমরাও নেতার ভুলের কারনে ক্ষতির সম্মুক্ষিন হতে পারি। দেশের নিরাপত্তা সবার আগে। একবেলার খাবার না হয় দিয়ে দিলাম। কিন্তু ইয়াবা কয় বেলার নিবো? যুদ্ধে বৃদ্ধ, নারী শিশু হত্যা নিষেধ। আমাদের উচিত, রোহিঙ্গা নারি শিশু বৃদ্ধদের সহযোগীতা করা আর যু্বকদের বিষয়ে সতর্ক থাকা। আমার দেশের মানবতার জন্য আমরা কতটুকু সচেষ্ট এর জরিপ দরকার। আমার দেশে স্বদেশপ্রেমীর সংখ্যা কত? জাতীয় কোন ইস্যুতে আমরা একমত হতে পারি না। একদল ভালো করলে অন্য পক্ষ স্বার্থের জন্য প্রশংসাও করে না। এভাবো চলতে পারে না। পাশের দেশে আমরা দেখি দেশের প্রশ্নে সবাই ঐক্য। আমকদের এটাতে অভাব আছে। আসুন, মানবতার সংজ্ঞা রক্ষা করি। পরের পাশাপাশি নিজের ঘরও সামলায়। ধন্যবাদ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

আবু আফিয়া বলেছেন: বিষয়টি একান্তই সঠিক, লেখককে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.