![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বস্ধুগণ,
আশা করি সবাই ভালো আছেন। কারণ জাতিগত সংঘাত আমরা ৪৮বছর আগেই পার করোছি। আজ পরলাম মায়ানমার সেনাপ্রধান বলেল শরনার্থী বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। এখনো কি মনে হয় তারা আন্তরিক? তারা কূটনৈতিকভাবে চাপে আছে? মানবিকতার সাথে তাদের কোন যোাগাযোগ আছে? আমার কেন যেন মনে হচ্ছিল ১৯৭১ সালের পাকিস্তান সেনাপ্রধানের কোন ওরসজাত শরীক মায়ানমার সেনাপ্রধানের। কতটা বর্বর হলে এমনটা করা যেতে পারে চিন্তা করুন। অং সান সুচি, উত্তর কোরিয়ার কিম জন এর চেয়ে বর্বর আচরন কারন করছে। তার নোবেল কেড়ে নেয়া উচিত। যদি তা না হয় তবে শান্তির সঙ্গা বদলে যাবে। শান্তির মর্মবানীর অপমান হবে। নোবেল কমিটির কাছে দাবি জানানো উচিত যদি সুচির নোবেল ফেরত না নেন তবে কিম জনকে শান্তিতে নোবেল দেন। আর তালেবানদের জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীতে নিয়োগ দিন। দুঃখিত আমি কোন জঙ্গি না, এখনো হয়নি। তবে বিশ্বমানবতা এভাবে চলতে থাকলে জঙ্গির প্রবনতা বাড়বে। সরকারের সমীপে আরজ, অনেক মানবিকতা দেখাইছেন। নোবেল তো আসলো না। আল্লাহর ওযাস্তে দেশ বাঁচাতে যত রোহিঙ্গা আসছে তাদের আলাদা রাখেন, দেশের নিরাপত্তা নিশ্চত করেন। আর তাদের কি করবেন তা বিশ্বনেতাদের জানান। মায়ানমার সেনাপ্রধানকে আমার আন্তরিক নিন্দা। আমার ঘৃনার ভাষাও নাই। সৃষ্টিকর্তা শাস্তির ছায়া আমাদের দান করুন।
২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪
আবু তালেব শেখ বলেছেন: আন্তরিক নিন্দা কি? বুঝলাম না
৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১১
বিলুনী বলেছেন: এক টা বিষয় লক্ষ করা যাচ্ছে যারা আগে রোহঙ্গাদেরে আশ্রয় দেয়ার জন্য বুক চাপরিয়ে কাঁদছিল এখন তাদের অনেকে কেন উল্টা সুরে কথা বলছে ।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০
শান্তির দূত২৪ বলেছেন: দুঃখিত, সেনাপ্রধান পড়ে বাধিত করবে
৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪
শান্তির দূত২৪ বলেছেন: আন্তরিক নিন্দা বলতে আমি নিজেকে সেনাপ্রধানের সাথে জড়াতে চাইনি। তাই আন্তরিক নিন্দা বললাম। প্লিজ অন্য কিছু মনে করবেন ন
৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫
শান্তির দূত২৪ বলেছেন: আন্তরিক নিন্দা বলতে আমি নিজেকে সেনাপ্রধানের সাথে জড়াতে চাইনি। তাই আন্তরিক নিন্দা বললাম। প্লিজ অন্য কিছু মনে করবেন না
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭
কালীদাস বলেছেন: টাইটেলে লেখা সোনাপ্রধান কি জিনিষ?