নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

ডাইরি

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

"আমি রাতে ডাইরি লিখি । লিখতে বেশ লাগে ।

মনের সব আশা নিরাশা কালিতে ফুটিয়ে তুলি।

গত ৪ বছর ধরে লিখছি......

রোজ রোজ লিখতে পারি না ।

তাই খালি পৃষ্ঠাগুলো বিশেষ নোট লিখি।

বিষয়বস্তু হয় ......





বন্ধুদের নিয়ে

প্রিয়সীকে নিয়ে

পরিবার নিয়ে

ইউনিভার্সিটি নিয়ে

দেশ নিয়ে

কখনো মন ভাল থাকলে কবিতাও লিখা হয়

মাঝে মাঝে গল্প লিখা হয়

কখনো প্রিয় কবির কবিতা তুলে রাখি

কখনো থাকে কবির সুমনের গান

সাথে থাকে কিছু গোলাপের পাপড়ি





ডাইরি লেখা আমার লাইফকে একটু ভিন্ন আঙ্গিকে দেখা শিখেছে ,

যে ঘটনা আমি দেখতাম সাধারন চোখে ডাইরিতে লিখার পর তা হয়ে উঠে

জীবন্ত এক একটি কাহিনী ......।।





চলে আসে বন্ধুদের আড্ডা

বন্ধুদের অশ্লীল কমেন্ট

মুখরোচক সংবাদ

বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে টিটকারি

আলোচনা সমলোচনা

কখনো আসে ঝগড়া , মনোমালিন্য





সময় বয়ে যায়

কিন্তু লেখাগুলো জীবন্ত থাকে

একটা সময় আসবে যখন আমার সোনালি দিনগুলো

শেষ হয়ে যাবে ।



থেকে যাবে শুধু আমার ডাইরি এবং এর ভিতরে জীবন্ত কাহিনীগুলো



তাই আজো ডাইরি লিখি.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.