নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

ডোনাল্ড ট্রাম্প একজন সাইকো জোকার

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩



আমেরিকান পলিটিক্স আমার কাছে চিরকালই পাশের পাড়ার নিষিদ্ধ সেই "লিটনের ফ্ল্যাট" এর মতই আর্কষণীয় । তাই সেই ফ্ল্যাটের দরজা দিয়ে কে আসে যায় সেটা না চাইতেও চোখ অটোমেটিক চলে যায় । আমি আমেরিকার নাগরিক না হয়েও রিপাবলিক ও ডেমোক্রেটিক মাঝে ডেমোক্রেটিক থেকে সার্পোটার । ব্যাপারটা অনেকটা বার্সিলোনা ও রিয়াল মাদ্রিত এর মধ্যে বাসিলোনা সাপোর্টার টাইপ তাই বিরোধী দলে কে কি করছে এই ব্যপারটা আমি স্বাভাবিকভাবে কৌতুহলের চোখে দেখি ।
.
এবারের প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিক দলের মনোনয়ন লাভে এগিয়ে আছে এক ভাঁড় "ডোনাল্ড ট্রাম্প"। সর্টকাট জোকার । কথায় কথায় হাসায় । তবে একটু গভীর ভাবে তার কথাগুলো পর্যালোচনা করলে বুঝবেন বেটা যে সে জোকার নয় । সে ব্যাটম্যান এর "ডার্ক নাইট এরাইজ" এর সেই সাইকো কিলার জোকার ।
.
বেটা হাসতে হাসতে দাবি করে , সে ভীষণ স্মার্ট এবং প্রেসিডেন্ট হলে তিনি হবেন সর্বকালের সেরা ! আর কারণটাও অদ্ভুত তার ভাষায় বাম্পার জোড়া অধিক সুন্দর! থর থর করে কাঁপে !

.
আপনি এত জনপ্রিয় কেন ? এই প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প এর উত্তর হল - ‘আমি ধনী—ভীষণ ধনী" তারপরই প্যাচ খেললো - "তবে আমি ধনীদের পছন্দ করি না, আমার পছন্দ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ" (এদের ভোট তো তার দরকার কিনা)
.
আমেরিকার মেয়েরা যার তার সাথে শুয়ে যাওয়ার জন্য বেটা তাদের ‘শূকরের’ সঙ্গে তুলনা করেছেন । মজার ব্যপার হতে এই ব্যপারে রিপাবলিক সার্পোটারগণ কমবেশি সবাই সহমতও প্রকাশ করেছে !
.
যে চীনাদের খুব প্রশংসা করেন এইভাবে - আমি চীনাদের খুব পছন্দ করি। মাত্র সেদিন আমি এক চীনার কাছে ১৫ মিলিয়ন ডলারে এক অ্যাপার্টমেন্ট বিক্রি করেছি।’ আবার পরমুহুর্তে বলেল - "চীনারা আমাদের চেয়ে বেশি চালাক তাই ব্যবসায় তারা আমাদের চেয়ে বেশি ঠকাচ্ছে, তাই জন্য সুপথে না আসা পর্যন্ত চীনাদের ওপর অতিরিক্ত কর আরোপ করতে হবে" ! !
.
সে সোয়া কোটি অবৈধ অধিবাসীদের গলা ধাক্কা দিয়ে আমেরিকা থেকে বের করে দেওয়ার পক্ষপাতি , সে তাদের ড্রোন দিয়ে উড়িয়ে দেওয়ার পক্ষপাতি । অধিবাসন ব্যবস্থায় সে ভীষণভাবে কট্টরপন্থী । তারমতে এই দেশে বাহির থেকেই কেউই এখানে বসতি গড়তে পারবে না । অথচ সে ভুলে গিয়েছে তার দাদা জার্মান তথা জার্মান নাগরিক, মা স্কটিশ তথা স্কটল্যান্ড এর নাগরিক . প্রথম স্ত্রী ছিলেন চেক রিপাবলিক এর নাগরিক, বর্তমান স্ত্রী স্লোভেনিয়ার ।
.
সে আইসিস এর কারণে মসজিদ বন্ধ করতে চায় । সে সৌদি আরবকে ধ্বংস কর চায় । ট্রাম্প বলেন, রিয়াদের উচিত মার্কিন সহায়তা পেতে তার বিশাল সম্পদ ওয়াশিংটনের সঙ্গে বিনিময় করা। নচেৎ ব্লা ব্লা।
.
.
অবাক করার ব্যপার হল এত সোজাসাপ্টা ও সাইকো জোকার টাইপের কথাবার্তা ক্রমশ তাকে আরো জনপ্রিয় করে ফেলছে । ক্রমে ক্রমে তার সমর্থক বাড়ছে । বর্তমান জরীপেও সে ভীষণ ভাবে এগিয়ে । বাইচান্স যদি বিশ্ববাসীর কপাল খারাপ থাকে আর সে রিপাবলিকদের মনোনয়ন পায় আর প্রেসিডেন্ট পদে জিতে যায় তাহলে এই সাইকো জোকারটা ঠিক কি করতে পারে এইভাবে ভাবতেও ভয় লাগে । কারণ নিউক্লিয়ার লঞ্চ কোডটা তো কাছেই থাকবে । কোন একদিন হুট করে যদি ছেড়ে দেয় ! তারপর ? -পৃথিবী এক বিশাল আতশবাজির খেলা দেখবে ।
.
.
এত কিছুর পরও আমার মত অনেকেই ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এইটাইপের ব্যক্তিরা প্রেসিডেন্ট হবে না । সমস্যা হল এই একই বিশ্বাস তো একসময় হিটলারের প্রতিও মানুসের ছিল । বাকিটা ইতিহাস জানে ।
.
.
তথ্যসমূহ সংগ্রহীত

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আপনাকে ও ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: এই লোকটা যদি নির্বাচিত হয়, তাইলে মুসলমানদের বিশেষ করে মিডল ইস্টের জন্য খবর আছে.........। দেখতেই লাগছে একটা হিটলার টাইপ.....। :-<

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ভীষণ ভয়ংকর । আমার ধারণা সে হিটলারকেও ছাড়িয়ে যেতে পারে

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৬

দেবজ্যোতিকাজল বলেছেন: এ হচ্ছে নাস্তিকের ধর্মগুরু ,ধার্মীকরা তাই বলে ।;)

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: এদের বুঝে উঠা মুশকিল ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

কেএসরথি বলেছেন: তার বিপক্ষে ডেমোক্রটিক পার্টির মনোনয়ন পাবেন হিলারী ক্লিনটন। আমেরিকানরা একজন মহিলাকে প্রেসিডেন্ট পদে ভোট দেবে কিনা সেটাই ভাবার বিষয়।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ওরা যতই নারীর সমান অধিকার নিয়ে চিল্লাক না কেন । ওরা এতে বিশ্বাস করে না ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

অগ্নিপাখি বলেছেন: এই অমানুষটার কিছু ইন্টার্ভিউ ইউ টিউব এ দেখেছিলাম। সোজাকথায় ব্যাটা একটা পারভার্ট সাইকো । এই অমানুষ যদি মার্কিন প্রেসিডেন্ট হয়- তাহলে দুর্গতি আছে। X((

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ৩য় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.