নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।
নিষিদ্ধতার প্রতি আমাদের আগ্রহ সহজাত এবং সু প্রাচীন । ফলে হেট ষ্টোরীর মত মুভিগুলো স্বাভাবিকভাবে দৃষ্টি আর্কষণ করে । কিছুদিন আগেই "হেট ষ্টোরী"র সিরিজের ৩য় মুভি "হেট ষ্টোরী থ্রি" মুভিটি মুক্তি পেয়েছে । মনযোগ দিয়ে দেখলাম । সমালোচনা ও প্রশংসার অনেক কিছুই আছে তবে এই মুভিগুলো সম্পর্কে জানতে হলে পূর্ববতী মুভিগুলো সম্পর্কে জানা অত্যাবশ্যক । মুলত এই কারণেই ৩টির মুভি রিভিউ দেওয়া হলো ।
হেট ষ্টোরী (২০১২
.
Director: Vivek Agnihotri
Writers: Vikram Bhatt, Rohit Malhotra(dialogue)
Stars: Nikhil Dwivedi, Gulshan Devaiah, Paoli Dam
.
.
প্রথমেই বলে রাখি হেট ষ্টোরী টু এন্ড থ্রির কোন নায়িকাই হেট ষ্টোরী ১ এর বাঙালী ললনা পাওলী দামকে ছাড়িয়ে যেতে পারেনি । মুভিটি ট্রেইলার দেখে মুক্তির আগেই ইয়াং জেনারেশনের কাছে হিট ছিলো । ক্যাম্পাসের সিঁড়িতে বসে তরুণ প্রজন্মের এই আগ্রহ আমার খুব কাছ থেকে দেখা । হয়তো এইসব কারণেই আইএমডিবি এর রেটিং (5.2/10) অন্যসবগুলো চেয়ে বেশি । কাহিনীর ধাঁচও আলাদা ।
.
কাহিনী সংক্ষেপ -
পাওলী দাম এক জার্নালিষ্ট । যার রিপোর্টে এক শিল্পপতির ছেলের (Gulshan Devaiah) ক্ষতি হয় । পরবর্তীতে ছেলেটি প্রতিশোধের জন্য পাওলী দামের সাথে প্রেমের অভিনয় করে তার সর্বস্র নষ্ট করে দেয় । পাওলী দাম প্রতিশোধের নেশায় নিজের জীবন যৌবন সব উৎসর্গ করে দেয় । তাকে ধ্বংস করার জন্য তার যা যা করার দরকার সবই করে ।
.
.
.
মুভিটি কাহিনী সংক্ষেপ এটিই । হেট ষ্টোরী ১ করে নির্মাতা প্রযোজকরা বুঝতে পারে এই ‘ইরোটিক’ ছবিটি এক নতুন ফর্মুলা তৈরি করেছে । ‘হেট স্টোরি’র সাফল্যের ফর্মুলায় সামান্য বিনিয়োগে নিশ্চিত মুনাফার সুযোগটা অনেকটা বেশি । এরই পরিপ্রেক্ষিতে তৈরী হয়েছে হেট ষ্টোরী টু
.
.
.
হেট ষ্টোরী টু -
.
Director: Vishal Pandya
Writers: Madhuri Banerjee(screenplay), Girish Dhamija(dialogue)
Stars: Sushant Singh, Surveen Chawla, Jay Bhanushali|
.
হেট ষ্টোরী টু যেভাবে ট্রেইলারে প্রদর্শন করা হয়েছে ততটা ইরোটিক মুভি এটি নয় । হয়তো এই কারণে এর আইএমডিবি রেটিং (4.4/10) অন্যগুলোর চেয়ে কম । তবে এর কাহিনী আমার বেশ ভালো লেগেছে । যথারীতি প্রতিহিংসা প্রতিশোধের উপর ভিত্তি করে মুভি গড়ে উঠা সুরভিন চাওলা এবং জয় ভানুশালী অভিনীত এই থ্রিলার ছবিটিতে ইরোটিক দৃশ্য ছাড়াও এ ছবিতে অনেককিছুই দেখার রয়েছে ।
.
.
কাহিনী সংক্ষেপ -
একে অপরের গভীর প্রেমে আবদ্ধ সুরভিন ও জয়। কিন্তু সুরভিন প্রভাবশালী এক রাজনৈতিক নেতার রক্ষিতা । একদিন এই অপমানের জীবন থেকে বাঁচতে সুরভিন ও জয় পালিয়ে যায় । ফলসরূপ সুরভিনের চোখের সামনেই জয়কে নৃশংসভাবে খুন করে সুশান্তের দল। সুরভিনের উপরেও চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। আধমরা সুরভিনকে জীবন্ত কবর দেওয়া হয় । ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সুরভিন আসে বদলা নিতে।
.
.
বদলা নিতে গিয়ে কীভাবে খুনের ফন্দি আঁটে সুরভিন তা কিন্তু বেশ দেখার মতো । মুভিটির দুটো গানও সবার মন জয় করেছিল - 'আজ ফির তুম' আর সানি লিওনির আইটেম নম্বর 'পিঙ্ক লিপস' । মুভির মান যেমনি হোক অল্প অর্থে বিনিয়োগে বেশ অর্থ লাভের পথ পরিস্কার হয়ে যাওয়া প্রযোজকরা দ্রুত পরের মুভিটি করার প্রস্তুতি নিলেন ।
.
.
.
হেট ষ্টোরী থ্রি -
.
Director: Vishal Pandya
Writers: Vikram Bhatt(story), Anupam Saroj(dialogue)
Stars: Sharman Joshi, Zarine Khan, Karan Singh Grover
.
মুভিটির কোথাও সালমান খানের নাম দেখা না গেলেও এই মুভিটির অনেক কিছুতেই কলকাটি নেড়েছেন সালমান । সালমানের দুই প্রাক্তন প্রেমিকাদ্বয়ের (জেরিন ও ডেইজি) মুভি এটি । এই নিয়ে ডেইজির অনেক মন্তব্য ফিল্ম ইন্ড্রাষ্টিতে নড়িয়ে দিয়েছে । জেরিন ও ডেইজি ছাড়া এই ছবিতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন শারমান জোশি ও করণ সিং গ্রোভার।
.
এখানে অফ টপিক বলে রাখা ভালো করণ সিং গ্রোভাব এককালে সিরিয়ালে আমার প্রিয় নায়কদের মাঝে একজন ছিলো । ষ্টার ওয়ানে রোমান্টিক টিনএইজ সিরিয়ালে "দিল মিল গেয়ে" তে সেই এন্টানী করতে আসা " ডাঃ আরমান মালিক" কে অনেকে হয়তো হালকার উপর ঝাঁপসা মনে করতে পারেন । সেই হ্যান্ডসাম চেহারাটি এখন পেশিবহুল হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে ।
.
অন্য হেট ষ্টোরীগুলোতে যেগুলো ছিলো না হেট ষ্টোরী থ্রিতে তাই আছে । পরাতে পরাতে চমক । এত চমক এক মুভিতে সচরাচর দেখা যায় না ।
.
.
কাহীনি সংক্ষেপ -
.
শারমান জোশির বড়ভাই মারা যাওয়াতে সে তার ভাইয়ের গার্লফ্রেন্ড জেরিনকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলো । এমন সময় করণ সিং গ্রোভার আসে । সে শারমান জোশিকে বিপুল অংকের টাকার বিনিময়ে জেরিনকে এক রাতে জন্য তাকে দিতে বলে । দ্বদ্ধ শুরু হল তখন থেকে । করণ সিং গ্রোভার শারমান জোশিকে প্রায় ধ্বংস করে ফেলে , তাকে জেলে যেত হয় । তাকে রক্ষার্থে জেরিন করণের সাথে রাত কাটায় আর তখনই জানতে এই করণ হল শারমানে সেই বড়ভাই । যাকে জেরিন আর শারমান ছলে মেরে ফেলেছিল । কাহিনীর শেষ অংশে শারমান জানতে পারে এই করণ তার বড়ভাই নয় বরং অন্য আরেকজন ।
.
.
মুভিতে শারমান জোশি ও করণ সিং গ্রোভার এর অভিনয় অসাধারণ হলেও জেরিন ও ডেইজির অভিনয় ভীষণ বাজে মানের বিশেষ করে জেরিন এর । কেবল তাই নয় । যারা নিয়মিত ইংলিশ মুভি দেখেন তারা এই মুভিটি দেখলেই বুঝে যাবেন - মুভিটি অ্যাড্রিয়ান লিনের ক্ল্যাসিক থ্রিলার ‘ইনডিসেন্ট প্রপোজাল’ থেকে আগাগোড়া কপি করা । প্রয়োজনে দরকারি ইন্ডিয়ান ‘মসলা’ মেশানো হয়ে এই যা । এই ব্যপারগুলো মুভি লাভার দের নিরাশ করেছে । মুলত এই কারণেই হেট ষ্টোরী থ্রির আইএমডিবি রেটিং ৫ও ক্রস করতে পারেনি (4.4/10) ।
.
.
মুভি দেখাটাই কেবল সার্থকতা নয় । মুভিগুলো সম্পর্কে ষ্টাডি করাও জরুরী । তখনই মুভি দেখার আসল মজাটুকু উপভোগ করা যায় ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
রায়হান মজিদ বলেছেন:
৪| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২
তাসজিদ বলেছেন: বেড সিন ছাড়া এই মুভি গুলো তে আর কিছুই নেই।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: এককথায় ফালতু বলা চলে
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২
তানভীর আহমেদ শৈশব বলেছেন: ভালো বলেছেন!