নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।
২০১৫ সালের ন্যাশনাল জিউগ্রাফির সেরা ২০টি ছবি দেখতে দেখতে মুগ্ধতার সাথে সাথে খুবই আপসোস হলো । ইস্ যদি একটা ভালো ডিএসএলআর থাকতো । নিজে তো পারলাম না ... এটলিষ্ট কিছু প্রতিভাবান সিনিয়ার , জুনিয়ার , কিংবা বন্ধু ফটোগ্রাফার থেকে এই টাইপের কিছু ছবির প্রত্যাশা করেছিলাম । কিন্তু এদের বেশিভাগই মেয়েদের ফটোসেশন পিছে দৌড়ে বেড়ায় বিধায় আশার আগুনে বহু আগেই পানি পড়েছে । তবে কিছু করারও তো নেই । ললনাদের ডাক এড়ানো সত্যই বড়ই কঠিন । হয়তো এদের মাঝেই তারা তাদের সুপ্ত ক্রিয়েটিভিটিকে খুঁজে বেড়ায় । সে যাইহোক আজ সারাদিন ছবির পিছে সময় দিয়েছি । এগুলো মাঝে থেকে ২০১৫ সালের ন্যাশনাল জিউগ্রাফির প্রতি মাসের ছবিগুলোর মাঝ থেকে আমার নিজের পছন্দের মোট ১০ টা ছবি সিলেক্ট করেছি । আশা করি কেউ না কেউ তো আমার মুগ্ধতাকে উপলদ্ধি করতে পারবে
১।
আমার অন্যতম প্রিয় ছবি । নাম - Sunset Walk । এই অসাধারণ ছবিটি তুলেছিলেন Terry Allen । আফ্রিকার নামিবিয়া এক সূর্যাস্তের মনোরম সময়ে Terry Allen মিসেস Marlice কে এই পরিবারহীন চিতার সাথে খেলা করতে দেখন । চট জলদি তুলে ফেলেন কিছু অসাধারণ অন্তরঙ্গময় ছবি তুলেন । এই প্রসঙ্গে Terry Allen অসাধারণ কিছু কথা বলেন – ““Marlice hand-raised an orphan cheetah as part of herconservation efforts and enjoys educating visitors by providing the opportunity to walk with her and her cheetah. At the end of a sunset walk, [they] were interacting at the top of a small rise. I took several shots to get just the right positioning of both heads, conveying the great trust between the two.”
২।
নাম- Sacred Feathers । ছবিটি তুলেন Marco Vernaschi । এটা ছিলো মূলত তাঁর প্রজেক্ট “Biophilia” এর একটি অংশ । এখানে আর্জেন্টিনার ঐতিহ্যকে দেখানোর বিশ্বে তুলে ধরা হয়েছে । আদিবাসী গোত্রের এই মেয়েটির নাম “Belén Cruz”
৩।
ছবির নাম- “Friendly Reflection” ফটোগ্রাফার – “Pablo Ponti”
- "লুয়ান্ডা এনগুলা" তে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিলো । যখনই বৃষ্টির শেষ বিন্দুটি পড়ার সাথে সাথে সূর্য মেঘের আড়াল হতে বেরিয়ে এলো । আমি আমার মেয়ে ও তার দুই বেষ্ট ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে এলাম । পানির কিনারাতে দাড়াতেই তাদের অবয়ব আমার চোখ ধরা পড়লো । তারা ছিলো বেষ্ট ফ্রেন্ড । আমি তাদের বন্ধুত্বের এক নতুন রূপ দেখাতেই চাচ্ছিলাম । তারা বেশ মজা পেলো আর ফল সরূপ এই ছবিটা"
.
ফটোগ্রাফার লিখলেন ।
৪।
এর নামটাই নাম খুব পছন্দের – “Light at the end । নামের মাঝেই রহস্য রহস্য ভাব । ফটোগ্রাফার হলেন- “Bobrova” । ছবিটি তোলা হয় Indonesia’s Grubug Cave এ । Bobrova এই ছবিটির নিচে লিখেন “so beautiful that someone called it ‘the light of heaven.”’
৫।
“দিনের মাঝে রাত” অর্থাৎ Night In the Day.... সুন্দর নাম । ফটোগ্রাফার - Isabelle Bacher, ছবিটা তোলা হয় Spitsbergen, Norway এর পাহাড় হতে ।
৬।
ছবির নাম - Fanny Face । নিজের বিয়েতে এক বাঙালি ললনার হাস্যজ্জল মুহূর্ত ।
৭।
ছবির নাম – “the fiercest form” , এক কিশোরী মেয়ের রঙ আঁকানোর মুহুতে ছবিটি তুলেন বিখ্যাত ফটোগ্রাফার - Raja Subramaniyan, মেয়েটি তামিলনাড়ুতে Kaveripattinam নামের একটি গ্রামের উৎসবে যেতে প্রস্তুত হচ্ছে ।
৮।
এটা কি ধরণের লেন্সে তুলেছে জানি না । তবে এই ছবিটা আমার খুব প্রিয় । ছবির নাম - Polished Porcelain । এই ছবিটি একটুর জন্য ন্যাশনাল জিউগ্র্যাফির সেরা ২০ এ আসতে পারেনি ।
৯।
কি বা বলতে পারি ! মুগ্ধ এই দু চোখ থেকে ভাষাই আসতে চায় না । ছবির নাম- Sand Waves । আমি নাম দিলাম - একাকীত্ব
১০।
ফটোগ্রাফার - Abrar Mohsin । নাম- Between Land and Sea । স্থান – দুবাই । একদিকে সাগর একদিকে নিষ্ঠুর প্রাণঘাতী মরুভুমি । একদিকে প্রাণ আরেক দিকে মৃত্যু ।
১০টা শেষ । আমার হাতে আরও ভালো ভালো চোখ ধাঁধানো । আশা করি পরেরবার আরো কিছু ছবি নিয়ে আবার আসবো ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: মাঝে মাঝে মনে হয় ছবি আছে বলেই পৃথিবী সুন্দর
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
সিহাব সুমন বলেছেন: দারুন ভাই, মন টা হঠাত করে ভাল হয়ে গেল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: যাক কারো তো মন টা ভালো করতে পারলাম ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
ফেরদৌসা রুহী বলেছেন: কত্ত কত্ত ছবি থেকে বিচারকেরা সেরা ২০ তুলে এনেছেন, কিসের ভিত্তিতে এনেছেন তা তারাই ভাল জানেন। তবে যেসব ছবি আপনি দিয়েছেন আপনার পছন্দের এগুলিও একটার থেকে আরেকটা অনেক সুন্দর।
ধন্যবাদ সুন্দর সব ছবি শেয়ার করার জন্য।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আমি তাই ভাবি । মেবি তাদের চিন্তার পরিধি অনেক বিধায় সে সব বিবেচনায় দেওয়া হয়েছে । আমি নিখাদ একটা সাধারণ মানুষ ।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
ধমনী বলেছেন: ৩ নং ছবিটা কিভাবে তুললো বুঝতে পারছি না। ফটোগ্রাফারের ছায়াওতো পরার কথা। ৯ নংটা গ্রাফিক্স এর কাজ মনে হচ্ছে। তবে ছবিগুলো অসাধারণ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: এটা আমার কাছেও প্রশ্ন । খেয়াল করুন ফটোগ্রাফার কিন্তু সরাসরি বলেনি এই ছবিটা সেই তুলেছে
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১
আমি মিন্টু বলেছেন: বাহ বাহ অসাধারন পোস্ট
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অশেষ ধন্যবাদ
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬
মৃদুল শ্রাবন বলেছেন: প্রত্যেকটা ছবিই সুন্দর। তবে এক নম্বরটা বেশী সুন্দর।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: একদম আমার মনের কথা
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭
মিলন হোসেন১৫৮ বলেছেন: ছবিগুলো সুন্দর
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
জুন বলেছেন: ভালোলাগলো
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ । পরের বার আরো ভালো কিছু নিয়ে আসবো ।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: আপনার একটা ছবির সাথে মিল রেখে আমিও একটা ছবি দিলাম। আপনার একটা ছবির সাথে মিল রেখে আমিও একটা ছবি দিলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আপনারটাও কম কিসের । জিউগ্রাফিতে পাঠিয়ে দেন ।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
প্রবাসী পাঠক বলেছেন: আট নাম্বার ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগল।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আমারও তাই ধারনা ।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চিতাটা যদি পোষা না হয় , তাহলে ১ নং ছবিটাই আমার কাছে বেস্ট !
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: পরিবারহীন যখন বলল - তার মানে পোষাই হবে
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
সুমন কর বলেছেন: প্রতিটি ছবি সুন্দর !! চমৎকার শেয়ার।
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি দারুন সব ছবি! কত ভাব, কত ব্যাঞ্জনা, কত আবেগ, কত বিচিত্র প্রকাশ লুকানো একেকটাতে!
+++
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: একেকটা ছবি একেকটা গল্প বলে।
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব ছবি পোষ্টের জন্য ধন্যবাদ।
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ তো। বাকী গুলানো পোস্ট করেন।
++++
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অবশ্যই । একটু পরেই পাবেন ।
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ ছবিগুলো!!
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
রক্তিম দিগন্ত বলেছেন: +++
ছবির সাথে বর্ণনাটা মারাত্নক আকর্ষণীয় বানিয়েছে ব্লগটাকে।
আমার শিশুদের পানির অবয়বের ছবিটা বেশি ভাল লাগছে। চিতাবাঘটা পোষা না বন্য - সেইটার সন্দেহের কারণে ছবিটাকে খুব এক আকর্ষণীয় লাগছে না।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: পরিবারহীন যখন বলল - তার মানে পোষাই হবে
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
তাহসান আহমেদ বলেছেন: সুন্দর হইছে।
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
ফুয়াদ আল আবীর বলেছেন: ১, ৩, ১০ বেশি ভালো লাগলো...
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
3,5 vaLLagse.
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
টোকাই রাজা বলেছেন: খুব সুন্দর প্রত্যেকটাই কোন অংশে কম নয়।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: রাইট সবই ইউনিক
২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
গেম চেঞ্জার বলেছেন: এককথায় অসাধারণ........প্রিয়তে নিয়ে রাখলাম.......
(সবগুলো মন্তব্যের রিপ্লাই দিচ্ছেন না কেন???)
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অশেষ ধন্যবাদ । ব্লগে সময় নিয়ে কম ঢুকা হয় বলে এমনটা হচ্ছে
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
লিযেন বলেছেন: its awesome!!
n't pic,caption also.
২৬| ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৩৮
ফয়সাল রকি বলেছেন: ছবিগুলো অসাধারণ।
ভাল শেয়ার।
০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫৯
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
নতুন বলেছেন: অসাধারন... ছবি আসলেই হাজার কথার চেয়ে বেশি কিছু বলে..