নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

\'বাঙ্গালী বিউটি\' - ১৯৭৫ এর একটি প্রেম কাহিনী

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭



'বাঙ্গালী বিউটি' নামের মুভিটি সর্ম্পকে একটু পড়েই মন ভালো হয়ে গেলো । ট্রেইলারটিও বেশ ভালো আর মুভির প্লটও দুর্দান্ত । ১৯৭৫ এর ক্ষমতার পালা বদলের সেই উত্তাল দিনগুলোতে একজন দেশপ্রেমী রেডিও আরজে আফজাল খান আর এক মেডিকেল ষ্টুডেন্ট ময়না ইফতেখার-এর প্রেমকে কেন্দ্র করে মুভিটি গড়ে উঠেছে । মুভিতে সেকালের আচার আচরণ, বাচনভঙ্গি ও বেশভূষা চোখে পড়ার মত । দুজন দুজনার সাউন্ডট্রেকটাও ভালো লাগলো ।
.
এই বছর ১৬ ফ্রেরুয়ারী আমেরিকার প্রধান ১০টি শহরে মুক্তি পাওয়া এই মুভিটা ইউ.এস.এ'র ইতিহাসে হায়েষ্ট গোসিং বাংলা মুভির তালিকায় স্থান পেয়েছে । অথচ মুভিটি এই বছর ৯ ফ্রেরুয়ারীতে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু বাংলাদের ফ্লিম সেন্সর বোর্ড মুভিটির নাম , নায়ক ও জাতির জনক শেখ মুজিবুর রহমান-এর মৃত্যুর খবর নিয়ে আপত্তি থাকায় মুভিটি ব্যান করে । এই ব্যাপারে আপীল বোর্ডে আপীল করা হলে পরবর্তীতে ফ্রেডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের আওতায় ব্যান প্রত্যাহার করা হয় ।



শিকাগোতে জন্ম নেওয়া তরুণ প্রতিভাবান রাহশান নূর একাধারে এই মুভির ডাইরেক্টর, রাইটার এন্ড হিরো । এর আগেও সীমাহীন ও The Spectacular Jihad of Taz Rahim নামক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন । এই কাজে তাকে ইন্পায়ার করে তার আন্টি (খালা/ফুফু) অভিনেত্রী মিতা রহমান । যিনি এক সময় বাংলাদেশ বেতারের আরজে ছিলেন । ময়না চরিত্রে প্রথমে হৃদি শেখকে কাষ্ট করা হলেও পরবর্তী লাক্স সুন্দরী মুনতাহেনা তয়া'কে ময়না চরিত্রে নেওয়া হয় ।
.
আগামী ২০ জুলাই মুভিটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । মুভিটির সাফল্য কামনা করছি ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৭

লায়নহার্ট বলেছেন: হায়েষ্ট গোসিং বাংলা মুভি বিষয়টা কি?

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ভাল ইনকাম করা মুভি

২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৮

জাহিদ অনিক বলেছেন:
সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছি। কোথায় পাওয়া যাবে ?

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ঢাকার সিনেমা হলগুলোতে ।

৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ২:২৫

চঞ্চল হরিণী বলেছেন: সবকিছু শুনে দেখার ইচ্ছে জাগলো। তেমন কোন প্রচারণা বাইরে কোথাও দেখিনি। ধন্যবাদ আপনাকে জানানোর জন্য। :)

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ

৪| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: লিংকটা দেন তো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.