নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

\'নারী\' তোমাকেই বলছি

০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:০৫



নারী তোমাকেই বলছি । হ্যাঁ তোমাকেই । শোনো । দেখো । আমার দু চোখে তাকাও - তুমি নারী হয়েছো বলেই পহেলা বৈশাখের রঙে রাঙানো শাড়িতে নিজেকে সাজাতে পারো । রঙিন ফিতা দিয়ে ভিন্ন ভিন্ন কৌশলে নিজের চুল বাঁধতে পারো । তোমার হাত লাল সাদা চুড়ির আধো আবরনে ঢেকে রাখতে পারো । নিজের অজান্তে তার ক্ষণে ক্ষণে ঝাঁকুনিতে সুর তুলতে পারো । কখনো বা চোখে একটু একটু করে কাজল এঁকে নিজেকে আর্কষনীয়া করে যে কারো মনের মাঝে মাদল দোলাতে পারো । তোমার রূপের এক ঝলকে বহুজনের হৃদয় সমুদ্রে সুনামির ঢেউ তুলতে পারো । তোমার চুড়ির ঝনঝনে শব্দে যে কারো মন "অপ্রকাশিত ভাষায় " আন্দোলিত করতে পারো ।তোমার চুলের আধাঁরে আমার মত রোড সাইড কবিরা (!) মুগ্ধ হয়ে তাদের কবিতায় জীবনানন্দের বনলতার ছবি আঁকতে চায় । তোমার মাঝেই আমার মত নীল তাদের নীরার খোঁজ করে । তোমার মায়ায় এমন কি হিমু পযর্ন্ত ধরাশায়ী হয়ে পড়ে । আমরা প্রায়শ তোমার মেহেদী রাঙানো হাতে আমাদের নাম খুঁজি । আঁধার রাতে তোমায় কল করে নিঃশব্দে তোমাদের কন্ঠ শুনি । তুমি মা রুপী হয়ে তোমার অমৃত সুধা পান করিয়েছো । বোন হয়ে আল্লাদ ভরা "ভাইয়া" ডাকে কর্ণদ্বয় মুখরিত করেছো , প্রেমিকা হয়ে ভালোবাসার সিক্ত কিছু অমূল্য মুহুর্ত উপহার দিয়েছো । তোমার রুপের আদৈতেই কি কোন কুল কিনারা আছে ? শতাব্দী থেকে শতাব্দী , সভ্যতা থেকে সভ্যতা , কাল থেকে মহাকাল সবাই তোমায় চেয়ে এসেছে । তোমায় পুঁজা করেছে দেবী রূপে , তোমার জন্য তাজমহল সাজিয়েছে , আর আফ্রোদিতি তো তোমার মাঝে বসবাসরত ।
.
সবই তুমি বলে ,
মেয়ে বলে ,
এক এবং অন্যন্যা নারী বলে । তাই তো আমরা তোমাদের এতটা ভালোবাসি ।
.
অনেকের তোমায় অনেক কুট কথা বলে , তাদের কথায় কান দিও না । তবে মনে রেখো , যে তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দিবে না, যে তোমাকে জাগতিক সকল পাপের কেন্দ্র মনে করে , যার চোখ তোমার মনে নয় কেবল শুধুমাত্র তোমার শরীরে থাকে , যে বিশ্বাস করে মেয়ে তুমি শুধুমাত্র ভোগের পন্য , তারা নপুংষক , তারা অক্ষম , তারাই কুলষিত সমাজের প্রতিষ্ঠাতা ।
.
কেউ মানুক বা না মানুক , আমি মানি এবং জানি - তুমি আছো বলেই পৃথিবী আজ সুন্দর , তুমিহীনা এই পৃথিবী কল্পনা করা যায় না , তুমি আছো বলে এ পৃথিবী আজো ভালোবাসার বন্ধনে অটুট ।
.
.
.
কবিতাটা পুরানো হলেও এটি আমার সবচেয়ে প্রিয় কবিতা । নারী দিবস উপলক্ষ্যে কবিতাটি আবার প্রকাশ করলাম -
.
.
"নারী"
.
হাসিতে মুক্ত ঝরে
দীঘল এলোকেশী বাতাসে দোলে
বিমুগ্ধ মনে চাহিয়া আমি ,
বলি -
কে তুমি ?
দেবী ? নাকি কল্পনা ?
নাকি দেবভুমিতে লালিত কোন রাজকন্যা ?
.
উত্তরে হাসির সুর বাজিলো চারিপাশে
- আমি দেবী , আমি জননী
আমিই তোমার অর্ঙ্গাগীনী
সব মিলিয়ে আমি নারী ,
যার চোখের মাধুর্যে স্বপ্ন বুনো মনে
যার চুড়ির ঝংকারে মাতাল হও ক্ষনে ক্ষনে ,
কখনো ছুঁতে চাও মোর হাত
কখনো ডিঙ্গাতে ঐ জোড়া চাঁদ ,
.
চাও যদি ছুঁতে মোর লালাভ কপোল
বাধা দেব না ,
যদি বল,ভালোবেসেছি তোমায় ,
তুমিই আমার অব্যক্ত কথন
.
তোমার মত কতশত কবি
উপমায় ভরছে মোর ডালি ,
তাই বলি তোমারই সুরে ,
আমি হলাম প্রদীপ্ত বাসনা
অর্ধেক মানবী আমি , অর্ধেক তোমার কল্পনা
.
.
ফটো ক্রেডিট - A.I.Yeasin's Photography ।
মডেল - শ্রাবণী

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর পোষ্ট।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৪

এম এ হানিফ বলেছেন: সুন্দর লেখা

১০ ই মার্চ, ২০২০ রাত ৯:২২

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৫

আল-ইকরাম বলেছেন: দু’টি লেখা পড়েই বেশ ভাল লাগলো। নারী, সে তো প্রতিটি মনুষ্য জীবনের সাথে অনবদ্য ভাবে জড়িত। তাই তাকে নিয়ে ভাবা, তাঁকে শ্রদ্ধা জানানো মানুষের উত্তম কর্মসমূহের একটি। এভাবে ভাবলে নারীর প্রতি কুৎসা, বিদ্বেষ, লাঞ্ছনা প্রভৃতি নোংরা কর্মগুলো সমাজ থেকে দূর হতে বাধ্য। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.