নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

শাহাবজাদে ইরফান আলী খান স্মরণে

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০১

ঘুম থেকে উঠেই নিউজটা পড়ে মনটা খারাপ হয়ে গেলো । আমার প্রিয় অভিনেতা ইরফান খান (শাহাবজাদে ইরফান আলী খান) ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । অনেকদিন ধরে টিউমার জনিত ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন । আজ জানলাম উনি আর নেই । কয়েকদিন আগে তাঁর মাও ইন্তেকাল করেন । তিনি জানাজায় উপস্থিত থাকতে পারেননি । বাকি চার খানের চেয়ে এই খানকে পছন্দ শুধুমাত্র তার চমকপ্রদ সাবলীল অভিনয়ের জন্য । অনেক ক্ষেত্রে অন্যান্য খানদের অভিনয় যখন আমাদের হতাশ করেছে সেখানে তিনি আমাদের হতাশ করেননি । তাঁর দ্যা লাঞ্চবক্স , বিল্লু বার্বার, সানডে , পিকু , তালভার , কারিব কারিব সিঙ্গেল, হিন্দি মিডিয়াম মুভিগুলো দেখে হেসেছি , মন খারাপ করেছি , তারপর মুভি শেষে আত্মতৃপ্তি পেয়েছি । কিছুদিন আগেই তাঁর সর্বশেষ মুভি অ্যাংরেজী মিডিয়াম দেখলাম পুরো পরিবার নিয়ে দেখলাম । টিউমার (neuroendocrine tumour) সংক্রান্ত ক্যান্সার যেখানে ৯০% সচরাচর সেরে যায় । সেখানে তিনিও পার পেয়ে যাবেন ভেবেছিলাম । কিন্তু ভাবিনি এই রকম কোন কিছুর সংবাদ পাবো । ইরফান খান বাংলাদেশের মানুষের হৃদয়ের খুব কাছের । উনি হুমায়ূন আহমেদ স্যারের উপর নির্মিত ডুব ছবিতেও মূল চরিত্রে অভিনয় করেছেন । নিয়তির কি অদ্ভুত পরিহাস । হুমায়ূন স্যারও ক্যান্সারে চলে গেলেন ইরফান খানও ক্যান্সারে (Colin infection) চলে গেলেন ! রেস্ট ইন পিস । ছবি অনলাইন সংগ্রহিত

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

সোহানী বলেছেন: সত্যিই দু:সংবাদটা শুনে মনটা খুব খারাপ হলো। অসাধারন একজন অভিনেতা।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ভাল মানুষও বটে

২| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: ঘটনা চক্রে গতকালই তার একটা মুভি দেখেছি, ব্ল্যাকমেল।

৩| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪২

মিন্টু ভাই বলেছেন: ওনার আত্মার মাগফেরাত কামনা করছি ।

৪| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন:

৫| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:২৯

নেওয়াজ আলি বলেছেন: প্রিয় অভিনেতা । এবং ভালো লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.