নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।
মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবকে চিনে না এমন কেউ এই ভূ-বাংলাদেশে আছে বলে মনে হয় না । ১৯৮১ থেকে অদ্যাবধি তার কর্ম ও তার ফল আমরা আজও ভোগ করছি। তাই অনেকেই তাকে পছন্দ বা অপছন্দ করে । আমি অপছন্দই করি । তবে আমার মুল অপছন্দের কারণ অবশ্যই রাজনীতি নয় । সেটা হল তার কবিতা চুরি ।
এরশাদ সাহেব ক্ষমতা দখল করার পর যেই তার মনে হয়েছে উনি ঠিকঠাক দাড়াতে পেরেছেন , সাথে সাথেই তার ভিতরে এক কবিসত্তার জন্ম নিল , তারপর থেকে উনি কেজির দরে কবিতা লিখা শুরু করলেন । তখনকার সময় তার কবিতা বেশ ঘটা করে দেশের সবকটি দৈনিকের প্রথম পাতায় বাধ্যতামূলকভাবে ছাপা হতো । যদি বাই চান্স কোন সম্পাদক তার কবিতা না ছাপাতো সাথে সাথে সেই পত্রিকা তার ব্ল্যাক লিষ্টে চলে যেতো । আর ফলাফল ? মাত্রই অনুমেয়
এই বিষয়ে কেউ টু শব্দ না করলেও একজন সাহসী সাংবাদিক জাহাঙ্গীর হোসেন একটা প্রশ্ন করে ফেলেন। তাদের এই প্রশ্নোত্তর পর্ব বাংলাদেশের সাংবাদিকতায় আজো প্রবাদতুল্য হয়ে আছে। এক সংবাদ সম্মেলনে সবাই জেনারেল এরশাদকে রাজনীতিক প্রশ্ন করতে করতে বিরক্ত বানিয়ে ফেলছিল । এক পর্যায়ে জাহাঙ্গীর হোসেন উঠে দাঁড়িয়ে জেনারেল এরশাদকে বললেন,
"মে আই আস্ক ইউ এ নন-পলিটিক্যাল কোয়েশ্চেন"?
.
তিনি মাথা ঝাকালেন।
.
"আপনি ক্ষমতায় আসার আগে কেউ জানতো না আপনি একজন কবি। এখন সব পত্রিকার প্রথম পাতায় আপনার কবিতা ছাপা হয়। পত্রিকার প্রথম পাতা তো খবরের জন্য, কবিতার জন্য নয়। বাংলাদেশের প্রধানতম কবি শামসুর রাহমানেরও তো এই ভাগ্য হয়নি। আমার প্রশ্ন হচ্ছে আপনার কবিতা প্রথম পাতায় ছাপানোর জন্য কী কোন নির্দেশ জারি করা হয়েছে?"
.
জেনারেল এরশাদের পাশে বসা তার পররাষ্ট্রমন্ত্রী এ আর এস দোহা বললেন, 'শামসুর রাহমান ইজ নট দ্য সিএমএলএ (প্রধান সামরিক আইন প্রশাসক)।
.
জেনারেল এরশাদ তার পররাষ্ট্রমন্ত্রীকে থামিয়ে দিয়েন বললেন, আমি দেশের জন্য এত করি, এটুকু কি আপনি দেবেন না আমাকে?
.
সাংবাদিক জাহাঙ্গীর হোসেন বলেন - প্রশ্ন করার অধিকার আমার, উত্তর দেয়ার অধিকার আপনার। কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দেননি। আমার প্রশ্নটি হচ্ছে..(প্রশ্নটি আবার করলেন)
.
এবার জেনারেল এরশাদ বললেন, "আপনি যদি চান, আর ছাপা হবে না।"
.
এরপর পত্রিকার প্রথম পাতায় জেনারেল এরশাদের কবিতা ছাপা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। তবে কবিতা লেখা ছাড়েননি। তার কবিতা প্রথম পাতা থেকে চলে গিয়েছিল ভেতরের পাতায়। তবে এর পরিণাম ভোগ করতে হয়েছিল জাহাঙ্গীর হোসেনকে।
তার কবিতা ছাপানোর ঘটনা এখানেই শেষ না । এরশাদ সাহেব কবিদের নিয়েও আর একটা কবিতার ক্লাবও বানিয়ে ছিলেন । রোজ বঙ্গভবনে তার কবিতা পাঠের আসর বসতো । সেখানে এরশাদ সাহেব স্বরচিত কবিতা পাঠ করতেন এবং জ্বী হুজুর কবিরা মাথা দুলিয়ে দুলিয়ে তাকে সাধুবাদ জানাতেন । বলতেন আপনার কবিতা বাংলা কাব্যে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে । আপনি হেন তেন । তার মানে আপনি বহুত কিছু ।
কোথা থেকে এক সামরিক শাসক এসে কবিদের সম্রাট বনে গেল তা কবি মোহাম্মদ রফিকের সহ্য হলো না। সামরিক শাসনের বিরুদ্ধে তিনি লিখলেন 'খোলা কবিতা'। টনক নড়লো নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর। ডাকা হয় তাকে সামরিক সদর দপ্তরে। মোহাম্মদ রফিকের নামে জারি হয় হুলিয়া ।
একদিন প্রয়াত আহাম্মদ ছফাকে বাংলা একাডেমীর এক তৎকালীন কর্মকর্তা একটা গান দেখালেন। গানটির লেখক ছিলেন সুরেন্দ্রলাল ত্রিপুরা। এই ভদ্রলোক রাঙ্গামাটিতে উপজাতীয় একাডেমির একজন কর্মকর্তা ছিলেন। তিনি একটি কবিতা লিখেছিলেন যা পরে গানে রুপান্তর করা হয় , সে গানটির প্রথম পংক্তি ছিলো
.
নতুন বাংলাদেশ গড়বো মোরা নতুন করে আজ শপথ নিলাম।
.
এই গানটি উপজাতীয় একাডেমি থেকে প্রকাশিত বার্ষিক সংকলনটিতে ছাপা হয়েছিল ।
.
ছাপা হতেই পারে ? তো ? তো হচ্ছে কি , এই গানটি প্রতিদিনই রেডিও টেলিভিশনে গাওয়া হতো এবং এর রচয়িতা হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদের নাম দেখানো হত ! আহাম্মদ ছফা ভাবলেন বেটারে জুতা পিটা করা উচিত । কিন্তু মার্শাল ল যুগে কাজটা এত সহজ ছিল না। তিনি প্রচলিত পদ্ধতির বাহিরে হাঁটলেন। তার কথাটি তিনি কাগজে ভিন্ন আঙ্গিকে ছাপান।
.
"সুরেন্দ্রলাল ত্রিপুরা দেশের রাষ্ট্রপতি গীতিকার হুসেইন মুহম্মদ এরশাদের গান চুরি করে উপজাতীয় একাডেমির বার্ষিক সংকলনে ছেপেছে। সুতরাং সুরেন্দ্রলাল ত্রিপুরার শাস্তি হওয়া উচিত"
.
আর এটাই স্বাভাবিক । যদি লিখা হত , এরশাদ সুরেন্দ্রলাল ত্রিপুরার গান চুরি করেছে। তাহলে আহমদ ছফা পত্রিকাটি তার শেষ প্রকাশিত সংখ্যা হত আর আর পেনাল কোডের কোনো না কোনো ধারায় তাঁকে চৌদ্দ শিকের আড়ালে যেতে হতে পারতো ।
.
আমার সংগ্রহীত তথ্য এতটুকু। এরপরে কি হয়েছিল এ ব্যাপারে কেউ জানলে জানাবেন।
.
সময়ের নির্মম পরিহাসে খুব স্বাভাবিকভাবে উনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কিন্তু তার কর্ম/অপকর্ম সবই স্থায়ী। এগুলো কেউ ভুলে যায় না । যাবে না।
.
শান্তনু চৌধুরী শান্তু. এডভোকেট
১২ ই আগস্ট, ২০২৩ রাত ১:৫৪
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ । আরো ভালো করার চেষ্টায় আছি ।
২| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৭
কামাল১৮ বলেছেন: এরশাদের হাজারো অপকর্মের একটি।কবিতা গুলো কে লিখেছিলো তা পরে জানা গিয়েছিলো,এখন আর মনে নেই।
১২ ই আগস্ট, ২০২৩ রাত ১:৫৫
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অনেক অপকর্ম তার , একদিন লিখতে বসবো ।
৩| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ১:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: এগুলো নিয়ে ভাবনার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আফসোফ অর্ধ-শতাব্দীতেও দেশেে একটাও যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব আসে নি যারা দেশকে চোর-বাটপার মুক্ত করাতে পারে, গণতন্ত্রের প্রকৃত স্বাদ দেয়াতে পারে।
৪| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৬
ধুলো মেঘ বলেছেন: সাংবাদিক জাহাঙ্গীর আলমের এত সাহস হয় কি করে প্রেসিডেন্টকে এরকম প্রশ্ন করে বিব্রত করার? এখনকার কোন সাংবাদিকের কি এত সাহস হবে শেখ হাসিনার সামনে দাঁড়ানোর?
৫| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৪
গেঁয়ো ভূত বলেছেন: বিশ্ব বেহায়া ক্ষমতায় থাকতেই জেনেছিলাম ওকে কবিতা ও গান লিখে দেবার জন্য কয়েকজন কবি ভাড়া করা আছে।
৬| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৩
রানার ব্লগ বলেছেন: একজন কবি কে লোক সমাজে এই রকম অপদস্ত না করলে ও হতো ।
৭| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: এরশাদ সাহেবের একটা কবি মন ছিলো। হিটলার তো ছবি আঁকতেন।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৯
নাজমুল আশরাফ বলেছেন: ভালো লেখা।