![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের বেলা তো অনেকটা সময় ফেসবুকে ঢুকতে পারিনি। একটু আগে আরেকবার ট্রাই করতেই পেজ এসে গেল। লগ-ইন করেই হোমপেজে দেখি আমার এক সাবেক ক্লাসমেট (ভার্সিটির) 'বাঁশের কেল্লা'র কয়েকটা বার্তা শেয়ার করেছে। পুরাই গরম!
স্যাম্পল দ্যাখেন-
মনে হচ্ছে তেনাদের পুচ্ছে অগ্নি লেগে গেছে, এখন তার দুর্গন্ধযুক্ত তাপ ছড়াচ্ছে!
যারা পেজের লিংক জানেন না, এখানে ক্লিক করুন ।
সতর্কীকরণঃ যাদের ঘ্রাণশক্তি একটু বেশি, তারা তা সামলে রাখুন। এই পোস্টের মধ্যে কোনরকম ছাগুমি গন্ধ খোঁজার চেষ্টা করবেন না। ধন্যবাদ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
কোলাহল নির্জনে বলেছেন: ছাগু পেইজে দৌড়ান ক্যান?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
শান্তশিষ্ট বলেছেন: দৌড়াই নাই, ভাই। এই পেজের নাম, প্রচারণা অনেকদিন থেকেই দেখতেছি, শুনতেছি। আজকেই প্রথম ঢুঁ মারলাম। যে স্যাম্পলটা দিলাম, ওটা ছাড়াও আরো কিছু স্ট্যাটাস শেয়ার করেছে আমার সেই বন্ধুবর(!)। নিতান্তই কৌতুহলের বশে একটু উঁকি মেরে আসলাম...
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
Kawsar banggalii007 বলেছেন: ভার্চুয়াল শিবিরদের বাশেরকেল্লার পোস্ট শেয়ার করা ছাড়া আর কোন কাজ নাই।আমার কয়টা শিবির ফ্রেন্ড এই রকম করতেছে।ভাবছি আনফ্রেন্ড করে ফেলবো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
শান্তশিষ্ট বলেছেন: আমিও সেরকমই ভাবছি। ও আমার তেমন কোন ক্লোজ ফ্রেন্ড নয়। ছিলও না। জাস্ট সহপাঠী। একবার ওর মুখে শুনেছিলাম সে শিবির করে না তবে শিবিরের সমর্থক। সিনিয়র নেতাদের সাথেও বেশ ভাল খাতির ছিল নাকি।
এখনই সময় শিবির বর্জন করার।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
ফজলে রাব্বী চিৎকার বলেছেন: বাশের কেল্লার সাথে সম্পৃক্ত থাকার দায়ে আজ ওঁ ৩ জন কে আনফ্রেন্ড করে দিছি!!!
শিবির ছাটাই চলছে!!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
শান্তশিষ্ট বলেছেন: আমিও করে দিলাম!
শিবির ছাঁটাই চলবে...
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
_তানজীর_ বলেছেন: রিপোর্ট করুন এই লিংক থেকে: Click This Link
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শান্তশিষ্ট বলেছেন: আপডেটঃ 'বাঁশের কেল্লা'র বাঁশ পোড়ার গন্ধে আমার পাদু আসিতেছে!
কেউ আমারে একটা সুগন্ধি রুমাল দ্যান, ভাইডি... নাসিকা সামলাই!!