![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্তব্যের স্ক্রীণশট
খবর
যদি মন্তব্যকারীর বক্তব্য সত্যি হয়, কি ব্যবস্থা নেয়া উচিত?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
শান্তশিষ্ট বলেছেন: না ভাই, আবাল পাইনি। কে কখন হাইগা কারে দোষ চাপাচ্ছে বুঝে ওঠা যাচ্ছে না। কনফিউজড!
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩০
একলা একা বলেছেন: @লেখক, গুজব ছড়ানো উচিত নয় এমনিতেই দেশের অবস্থা ভাল নয়। কারন বহিঃবিশ্বে বাংলাদেশের অবস্থান এখন আশঙ্কাজনক।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
শান্তশিষ্ট বলেছেন: কিছু মনে করবেন না ভাই/আপু, যদি গুজবই ছড়াতে চাইতাম তাহলে পোস্টে ওই রেফারেন্স দু'টো দিতাম না। সত্যাসত্য যাচাই/বিশ্লেষণের জন্যই আপনাদের মন্তব্য চেয়েছি। কার কথা বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব, ঠাউরে ওঠা যাচ্ছে না। আর বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান ডোবানোর কোন 'নেকনিয়ত' (!!) আমার নাই।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:২৯
চনদ্র্রমানব বলেছেন: আপনি কি আন্ধা?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০৩
শান্তশিষ্ট বলেছেন: আংশিক।
কারণ নিজের চোখে যতটুকু দেখি, তা নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু যখন অন্যের চোখ ধার করতে হয়, সত্য/সম্ভাবনা যাচাইয়ের প্রশ্নটা থেকে যায়। আমি সেই প্রশ্নটাই এখানে করেছি এবং উত্তর চেয়েছি। পাল্টা ফাউল প্রশ্ন চাইনি। উত্তর জানা থাকলে স্পষ্টভাবে দিন, নয়ত মন্তব্য নিষ্প্রয়োজন।
৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
যক্ষা_রোগী বলেছেন: পুলিশ যে মাথায় ঠেকাইয়া গুলি করছে সেইটা দেখসি, আফনে দেখেন নাই?
এতো মিডিয়া কই তাঁরা তো দেখাইতে পারল না শিবির গুলি করল।।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৮
যক্ষা_রোগী বলেছেন: খবর পাইলাম ছাত্রলীগের পোলারা হিন্দুদের উপর হামলা করে শিবিরের উপর দোষ চাপায়
ধুর মিয়া পাবলিকরে কি আবাল পাইছেন। এক দল হাইগা আরেক দলের দোষ চাপান কেন?