![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই যা ভাবে আমি তা ভাবি না
:অ্যাই কি ভাবছ?
:নাহ কিছু না, জ্যোছনা দেখছি।
:তা তো দেখতেই পাচ্ছি, কি ভাবছ সেটা বল।
:ভাবছিলাম তোমার কথা।
:আমার কথা? কি ভাবছিলে?
:কিছু না।
:বল না প্লিজ।
:বলতেই হবে?
:আচ্ছা থাক, বাদ দাও, বলা লাগবে না।
:অ্যাই
:হু
:মন খারাপ করলে?
:নাহ, মন খারাপ করব কেন?
:সত্যি?
:সত্যি……
:তাহলে হাতটা দাও।
:ও মা! হাত চেয়ে নেয়ার কি আছে?
:আছে আছে! এটা হল ইংলিশ নিয়ম, হাত চেয়ে নিতে হয়
:তুমি যে কি সব বল না! এইযে নাও, ধর………….
((আমি জ্যোসনার আলোয় ঝলমল করতে থাকা শুভ্র হাতটা পরম মমতার সাথে স্পর্শ করতে গেলাম এবং পরোক্ষণেই সম্বিৎ ফিরে পেলাম, একি আমি তো একাই জ্যোছনা দেখছি। পাশে কেউ নেই জেনেও একবার ঘাড় ঘু্রিয়ে তাকালাম, বরাবরের মতই পাশটা কারো অনুপস্থিতিতে খাঁ খাঁ করছে। আমি বাস্তবে ফিরে আসি, কল্পনায় থাকতে আমার ভাল লাগে না। মাঝে মাঝে ভবিষ্যতটাকে খুব আগেই কল্পনা করে ফেলি, ভাবনার সাগরে হাবুডুবু খাই কারণে অকারণে। তবে আমার বিশ্বাস, এই ভাবুকদের দলে আমি একা নই, আমি অনেকের মাঝে একজন))
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: সে আসুক ফিরে সব-
সব হাহাকার নির্বাসন দিতে ।
শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪
শূন্য পথিক বলেছেন: এমনটা তবে অনেকের সাথেই হয়!