![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন মাথায় এই গানের কথা গুলা খুব ঘুরতে ছিল, কি আর করা শেষ মেশ লিখে ফেল্লাম... যদিও এই কাজ টা আমি ভালো ভাবে পারিনা ।
দূর নিলীমা...
মন ভাঙ্গার গানে খুঁজবনা আমি তোমায়
নীরব অভিমানে ডাকবনা আমি তোমায়
তুমি তো রবে মিশে
অনুভূতির আবেশে,
মনেরি জানালায় দক্ষিণা বাতাসে।
একফোটা কিরণ ছোঁয়ায়
এক আকাশ স্বপ্নের মায়ায়
রংধনু সাতরঙ্গে আবীর রাঙ্গা নিলীমায়...
একলা বিকেল, উদাস দুপুর রিনিঝিনি বেজে যায় তোমার নূপুর
ঘুমহীন স্বপ্নে আমি ছুঁয়ে যাই
তোমার চুলের ভাঁজে রাত কে হারাই...
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৪
খেয়া ঘাট বলেছেন: আমারতো দারুন লাগলো। এবার ভালো কোনো সুরকার আর শিল্পী হলেই চমৎকার একটা গানের সৃষ্টি হতো।