নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছায় অনিচ্ছায় ফুটে থাকা ফুল!

শাপলা নেফারতিথী

শাপলা নেফারতিথী › বিস্তারিত পোস্টঃ

নে ফা র তি থী র ▼ রো জ না ম চা মাকে লিখা খোলা চিঠি.:: ✉

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

✍আজ দুমাস হল মা। এই দুমাস যে কত ভয়ে কাটিয়েছি তা তো তুমি বুঝই। সবচেয়ে বেশি ভয়ে থাকতাম রাত হলে। কিছুতেই ঘুম আসতো না মা। আমি যে শুধু একা জেগে থাকতাম তা না, তোমাদের জামাই ও জেগে থাকতো। বরং আমিই ওকে জাগিয়ে রাখতাম। তুমি তো জানই শরীর খারাপ থাকলে আমি রাতে ঘুমাতে পারিনা, ভাল করে খেতেও পারিনা। তবে খাওয়া নিয়ে এখন চিন্তা একটু কম, প্রতিদিন বাজার থেকে নতুন নতুন মাছ নিয়ে আসে। আমাদের বাড়ির পাশের যে বড় বাজার ওই খান থেকেই আনা হয়। মাছের সাথে বাড়ির ঘ্রাণ!! তবে কি জানো মা, তোমার মতো করে রাঁধতে পারিনা। কদিন ধরে আরেক নতুন সমস্যা হলো এক ফল দুদিন খেতে পারিনা, খেতে একদম ই ইচ্ছে হয়না। তবুও খেতে হচ্ছে। আমার শাশুড়ি খাওয়ানোর বেলায় তোমার চেয়েও দুকদম এগিয়ে। তোমার তো কোন কথাই আমি কখনো শুনতাম না। উনার কথা শুনতে হয়।

Click This Linkজানো মা, তোমাকে বড্ড বেশি মনে পড়ে!! তোমাকে ছাড়া একদিনের জন্যও কোথাও যাই নি। বাড়ি ছেড়ে যখন কলেজে ভর্তি হবার জন্য শহরে আসলাম তখনও কতো কেঁদেছিলাম।



আর আজ !! সব কাজই একা একা করতে পারি শুধু তোমার অভাবটা কিছুতেই পূরণ করতে পারিনা। বড় মেয়ে বলে একটু বেশি ই আদরের ছিলাম তাই না মা?



আমার আদর ভালবাসা গুলো এখন হয়ত নীলু আর বীলুর মাঝে ভাগাভাগি হয়ে গেছে তাই না মা?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক আবেগ নিয়ে লেখা!! মা কে নিয়ে সকল লেখাই আমার কাছে অতুলনীয় লাগে।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ...

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: চোখে পানি চলে আসলো শেষের লাইনটি পড়ে।

আপনার নিকটি বড় বেশী ভালো লেগেছে। কী সুন্দর নিক-শাপলা নেফারতিথী।
এটাকি আপনার আসল নাম নাকি?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ... পরের অংশটুকু আসল না হলেও আসল হয়ে গেছে। আমার নামের সাথে মিশে গেছে পুরোপুরি।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

লাইভোটু ভোটুকচান বলেছেন: ভালো লাগলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লাগাতে পেরে আমারও ভালো লাগছে।।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সংসারী হবার শুরুতে মায়ের কাছে আবেগঘন চিঠি।
পড়লাম, সম্ভবত এরকম কিছু প্রথম বার।
ছুঁয়ে গেলো।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

শাপলা নেফারতিথী বলেছেন: খুব বেশি আবেগ দিয়ে লিখতে পারিনি.. আপনাদের ভালো লাগা পাশে থাকুক সবসময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.