![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদলে যেতে চেয়েও বদলাতে পারিনা আমার আমিত্ব কে!
হয়ত বহু বছর আগেই শেকল ভাঙ্গার গানে লুকিয়ে ছিল
পাঁজর ভাঙ্গার শব্দ।।
আহা,, আর কিছু কি বাকি থাকে জীবনের?
কতটুকুই বা নিজের থাকে যদি সন্ধ্যা নামে মেঘের ওই পারে,
তবুও বৃষ্টি আসে চর জাগা নদিতে!
প্রতিটা দিন আনাগত দিনের ভারে নুয়ে পরে, ভুলে যায় অপেক্ষায় থাকা দিন-রাত্রের সকল হিসাব।
যদি আজও বিলম্বিত ট্রেন মিস করে যায় সেই চেনা স্টেশন!
যদি আজও কেউ ফিরে এসে ফিরে যায়!!
ভুল করে যদি কেউ ভুলে যায় আমার ফেলে আসা বত্রিশ বছর...!!!
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২
শাপলা নেফারতিথী বলেছেন: ছোট দীর্ঘশ্বাস!!
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩
খেয়া ঘাট বলেছেন: বত্রিশ বছরের দীর্ঘশ্বাস ছোট হলো?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
শাপলা নেফারতিথী বলেছেন: এত সিরিয়াস হলেন কেন? ৩২ আর ৪২ সবই তো কবিতার জন্য লিখা। অন্য কিছু খুঁজতে যাইয়েন না ।।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০
ফারজুল আরেফিন বলেছেন: আমারও.....
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
শাপলা নেফারতিথী বলেছেন:
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
শাপলা নেফারতিথী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
খেয়া ঘাট বলেছেন: বড় দীর্ঘশ্বাসের কবিতা মনে হলো।