![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি মরে যাই আসছে শীতে,
তুমি কী একা জেগে কাটিয়ে দেবে এমন দীর্ঘ রাত ?
পরপারে একসাথে যাবার মিথ্যে দিব্যি ভুলিয়ে দেবে না তো
বেঁচে থাকার এই তৃষ্ণার্ত আকুতি!!
স্বপ্ন মানেই দুঃস্বপ্নের খোলা মাঠ
রোজ রাতে মুগ্ধতার পসরা বসে।
যখন চোখে-মুখে পাপ থাকে তখন দৃষ্টি থাকে খানিক দূরে
হয়তো আবছা, হয়তো আলো ঝলমল।
তোমার থেকে দূরে, আরো দূরে, চালতা ফুলে যে সকাল হয় তারাও জানে
একদিন এমনই এক শীতকালে আমিও শিশির হব আধফোটা ভোরে ।।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ।।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯
শাপলা নেফারতিথী বলেছেন: কোন কবিতা,, জানতে পারি?
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
নেক্সাস বলেছেন: আধফোটা ভোরে
বেঁচে
সুন্দর কবিতা, ভাবনার প্লট সুন্দর। আরেকটু গুছিয়ে বিন্যাস করবেন।
মনে রাখবেন কবিতা হল সুন্দরতম শব্দের সুন্দরতম বিন্যাস
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাইয়া,,
লেখাটা পড়ার জন্য এবং ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য।।
ফোন থেকে লিখাতে এমন হইছে না হলে বানান ভুল হবার কথা ছিল না।
গুছিয়ে লিখার কথাটা মাথায় থাকবে।
ভালো থাকবেন...
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
হাসান মাহবুব বলেছেন: সুখপাঠ্য এবং কোমল কবিতা।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ...
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
একদিন এমনই এক শীতকালে আমিও শিশির হব আধফোটা ভোরে ।। করুণ। ভালো লাগলো।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া...
ভালো থাকবেন খুব।।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
অনন্য ঐশিক বলেছেন: অনেক সুন্দর । ভাল্লাগসে।
স্বপ্ন মানেই দুঃস্বপ্নের খোলা মাঠ
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ।।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪০
সপন সআথই বলেছেন: bah, sundor likhechen. valo thakben
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ ।।
ভালো থাকবেন আপনিও।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল। ভাল লাগা রইল।
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ।।
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ।।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ সুন্দর ||
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ...
ভালো থাকবেন।
৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যখন চোখে-মুখে পাপ থাকে তখন দৃষ্টি থাকে খানিক দূরে
একদিন এমনই এক শীতকালে আমিও শিশির হব আধফোটা ভোরে ।
সুন্দর।
শুভেচ্ছা।
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ।।
আপনার পিক খানা এমন কেন? এতো সুন্দর জিনিস রোজ দেখলেতো চোখ যাবে।
১০| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চোখে চশমা লাগান। তাহলে আর চোখে লাগবে না
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
শাপলা নেফারতিথী বলেছেন: চোখ চশমাসহই আছে।।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুরুটা প্রিয় এক কবিতা মনে করিয়ে দিচ্ছিল,
পুরো কবিতা ভাল্লাগছে।।