নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছায় অনিচ্ছায় ফুটে থাকা ফুল!

শাপলা নেফারতিথী

শাপলা নেফারতিথী › বিস্তারিত পোস্টঃ

:: কিছু টুকরো স্মৃতিতে একটা জন্মদিন ::

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৯

এমন অনেক হিসেব আছে যেগুলো সহজেই মিলে যায় আবার কিছু হিসেব মিলাতে গিয়ে খুব অবহেলায় জীবন থেকে সুন্দর সময়গুলো হারিয়ে যায়|

খারাপ অধ্যায় টা ঘর বাঁধতে শুরু করে জীবনের সাথে|

চার বছরে আজ প্রথম কারো জন্মদিনে উইশ করতে না পারার কষ্টটা প্রবল ভাবে কষ্ট দিচ্ছে| বারবার মনে হচ্ছে আমি কি করে ভুলে যাচ্ছি!! আমি ভুলিনি..!

কি করে ভুলি? আমি ই তো তোর সবচাইতে কাছের বান্ধবী ছিলাম!

ঠিক বান্ধবী না, তোর খুব যতনে আগলে রাখা শখের খাতা ছিলাম আমি|

চার টা বছর তোর মনের সকল খারাপ লাগা, ভালো লাগা, সুখের মুহূর্তগুলো, খুব ভয়ে ভয়ে নেয়া সিদ্ধান্তগুলো সবকিছু হৃদয়ের খুব গভীরে আগলে রেখেছি|

আমাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসতি এইটা আমি বুঝতে পারতাম| তাই সব সময় তোকে হাসিখুসি রাখার চেষ্টা করতাম| একটু বেশিই যে আবেগী ছিলি! আমি ঠিক তোর বিপরীত ছিলাম!! বদমেজাজি! এইটা ওরা বলতো, তুই জানতি আমি কেমন|

জানিস তো অনেক কিছুই তবুও কেন এতো দীর্ঘ নিরবতা, এতো অগুছালো মান-অভিমান?

জানিস?

২০১১ তে তোর জন্মদিন নিয়ে আমাদের কতো রকমের চিন্তা ভাবনা মাথায় ছিলো| আমরা সবাই মিলে দিনটা খুব সুন্দর করে কাটাতে চেয়েছিলাম| তোর জন্য তা আর হলো কই! কোনো যোগাযোগ নাই খবর নাই ভয় পেয়ে গেছিলাম রে| দাদা কেও খুঁজে পাচ্ছিলাম না! শেষমেস রুমির ফোনে কিছুটা শান্তি পেলাম| যেভাবে জেরা করতেছিল!! আমি এখনো বুঝিনা তোরা দুইজন আপন বোন হলি কি করে?

তারপরের দিনগুলা আমার কাছে খুব আনন্দের ছিলো| আমাদের আড্ডায় দাদা অতিথি হয়ে আসতো, তারপর দাদা হয়ে, তারপর আমাদেরই একজন হয়ে গেলো!

কতো সুন্দর ছিলো দিনগুলা, তাইনা?

তোদের ছোট খুপড়িতে আমরা প্রায়ই হানা দিতাম| কখনো সকালের ঘুম ভাঙ্গাতাম তো কখনো বিকেলের| আড্ডার সময় শুধু দীর্ঘই হতো!

আচ্ছা, গত জন্মদিনের কথা মনে আছে তোর? আমরা কেউই তোকে রাতে ফোন দেইনি, দিনেও না| যখন কেক নিয়ে দুপুরে সবাই বাসায় গেলাম তোর চেহারা কিন্তু দেখার মতো ছিলো তখন| পাগলী একটা..

জানিয়ে গেলে কি আর এতো খুসি হতি ?

অনেক কিছুই মিস করি রে.. সকালের ফোন মিস করি, রাগ কমানোর উপদেশ মিস করি, আড্ডা মিস করি, ঝগড়া মিস

করি||



আর শোন? তোকেও মিস করি| কতটুকু তা জানিনা..

কালকের জন্য অনেক অনেক

ভালোবাসা.. শুভ জন্মদিন

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার বন্ধুর জন্য শুভকামনা, জন্মদিনের শুভেচ্ছা।
আপনার জন্য ও , সেই দিন গুলো ফিরে আসুক।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লাগলো।
সেই দিন গুলো আর ফিরে না আসলেই ভালো।
হারিয়ে যাওয়া মানুষ আগের মতো হয়ে ফিরে আসেনা!
ভালো থাকবেন।

২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

মামুন রশিদ বলেছেন: বন্ধুর জন্য ভালোবাসা সুন্দর ভাবে তুলে ধরেছেন । আপনার বন্ধুর জন্য শুভকামনা ।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ জন্মদিন আপনার বান্ধবীর জন্য। মান-অভিমান না থাকলে ভালোবাসা কি এত মধুর হতো? আমার কাছে অবস্থাটাই ভালো লাগছে।

আপনাদের সুন্দর জীবন কামনা করছি।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ সোনাবীজ ভাইয়া।
আসলেই মান-অভিমান না থাকলে সম্পর্ক গুলো এতো মধুর হতনা।
আমি ভালোবাসা প্রকাশ করতে পারিনা রাগটা সামনে চলে আসে।
সেই জন্য হয়তো আমি ই দূরে সরে যাই।।
ভালো থাকবেন।

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

আরজু পনি বলেছেন:

আপনাদের জন্যে শুভেচ্ছা রইল ।

:)

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

শাপলা নেফারতিথী বলেছেন: শুভেচ্ছা গ্রহন করা হইলো।।

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার বন্ধুটির জন্মদিনে অনেক শুভেচ্ছা, আর আপনার জন্য রইল শুভ কামনা।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.