নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছায় অনিচ্ছায় ফুটে থাকা ফুল!

শাপলা নেফারতিথী

শাপলা নেফারতিথী › বিস্তারিত পোস্টঃ

তুমি, শব্দ আর কিছু রাত

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০





ফিকে ছাই রং স্বপ্ন ধূলো উড়িয়ে যায়

বাতাসে ভাসে মাদকতা

এই নাগরিক জীবন আয়নার ওপারে নিস্তেজ দাড়িয়ে থাকে,

যেনো নাটকের শেষ দৃশ্যে নায়কের মৃত্যু!

আহা জীবন যদি মালগাড়ি হতো

প্রতি স্টেশনে বদলে ফেলতাম দেহের বর্জিতাংশ|

অন্ধকারে সুতোর মতো দালান গজাচ্ছে

সব কটা বিদঘুটে লাল, তাইতো বলি এ শহর আমার না!

চিলেকোঠায় মুগ্ধতা উপহাস করে

লাল-সাদাতে দেয়ালে পিঠ ঠেকে যায়

ছুটে চলি পেছনে সামনে

তোমার আমার দুরত্ব বেড়ে যায় নিঃশ্বাস গতিতে|

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার অন্যান্য লেখা গুলোর তুলনায় এটা কিছুটা সাধারনই লেগেছে। বলতে পারেন কবিতা ভালো হয়েছে কিন্তু পাঠক হিসেবে পয়সা উসুল হয় নাই। :P

লাস্ট লাইনটা বেশ সুন্দর। তোমার আমার দুরত্ব বেড়ে যায় নিঃশ্বাস গতিতে| হয়ত অলিখিত বাকি দুইলাইন-
ইস! কবে যে এই নিঃশ্বাস বন্ধ হবে!!
আর আমি বেঁচে যাব।

১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই।
মন্তব্য ভালো লাগছে। আমি নিজেও সাধারন, এখনো পাঠকই আছি। এভাবে বলে যাবেন দেখবেন এক সময় পয়সা উসুল হয়ে যাবে।
ভালো থাকবেন।

২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১২

এহসান সাবির বলেছেন: ভালো লাগল।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ...খুব সুন্দর ।
বিশেষ করে ..........''আহা জীবন যদি মালগাড়ি হতো
প্রতি স্টেশনে বদলে ফেলতাম দেহের বর্জিতাংশ|''......এ লাইনটা চমত্‍কার লিখেছেন ।
ভাল থাকুন সব সময় ।।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সবসময়।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সবসময়।

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: আগে আপনার লেখা পড়া হয়নি বোধ হয়। তবে কবিতা ভালো লেগেছে। শুভকামনা আপনার জন্য।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন খুব।

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুবই সুন্দর।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ ।
শুভ বিকাল!

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

মোঃ নজরুল ইসলাম বলেছেন: নতুন লেখকদের জন্য সুখবর। সৃষ্টি প্রকাশনী নতুন বই প্রকাশ করতে বিশেষ সুবিধা দিচ্ছে। ৮০ জন লেখকের ৮০টি কবিতা নিয়ে বিশেষ সংকলন বের করতে যাচ্ছে। “অদম্য তারুণ্য” শিরোনামের বইটিতে যারা কবিতা প্রকাশ করতে আগ্রহী তাদের স্বরচিত কমপক্ষে ৫টি কবিতার একটি গুচ্ছ আমাদের ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দিতে বলা হচ্ছে। বই মেলা ২০১৪ উপলক্ষে “অদম্য তারুণ্য” শিরোনামে একাধিক বই প্রকাশ করতে আগ্রহী। সংকলনের লেখকদের পরবর্তীতে একক বই প্রকাশে বিশেষ ভাবে সহায়তা প্রদান করা হবে। E-mail: [email protected], [email protected]; +8801557864260
*** লেখার সাথে নাম, ঠিকানা, মোবাইল নং অবশ্যই প্রদান করতে হবে।
যে সকল লেখক অদম্য তারুণ্য তে লেখা জমা দিতে চান কিন্তু এখনও দেন নাই তাদের কে অনুরোধ করছি ৩১ ডিসেম্বর ২০১৩ এর মধ্যে জমা দিবেন। নির্ধারিত তারিখের পর কোন লেখা নেওয়া সম্ভব হবে না। যে কোন তথ্যের জন্য আমাদের পেইজের সাথে থাকুন।
প্রকাশক
সৃষ্টি প্রকাশনী
http://www.facebook.com/SristyProkashony

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লেগেছে কবিতা। শুভেচ্ছা রইল।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

৯| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লেগেছে।

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.