![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ..
সন্ধা নামার আগে তোমার নিঃশব্দে চলে
যাওয়া মনে করিয়ে দিতো
তুমি সূর্যের চেয়েও স্বার্থপর
নিতেও জানোনা দিতেও পারনা!
কিছু হলুদ ফুলের বায়না ধরেছিলাম
অথচ জানতামই না
তোমার বাগানে হলুদ নিষিদ্ধ
তারপর থেকে আমি খোঁপা করিনা|
সে বার তোমার চিঠির উত্তরে
আমিও কিছু লিখেছিলাম তেরো পৃষ্ঠার
অভিমান ছিলোনা
শুধু রাত জাগা আর দুঃশ্চিন্তার বাড়াবাড়ি ছিলো|
জানবেই বা কি করে?
তুমিতো আর আগের ঠিকানায় থাকোনা!
শ.
কী নির্লিপ্ত দুঃখ আমার
চোখের সীমানায় হামাগুড়ি দিয়ে
খোঁজে চাঁদের আলো|
আমি মুঠোবন্ধি সময়কে উল্টো গুনী
যদি বিশ্বাসগুলো হারিয়ে যায়
তবুও রোজ প্রতারিত হই একই নিয়মে
ভাবনা গুলো জেগে থাকে লাল আর হলুদের মধ্যবর্তী হয়ে,
আমি নীল খোঁজি!
বাস্তবতারা চারপাশে ডানা ঝাপটায়
আর আমার চোখে একে দেয়
একরাশ তাচ্ছিল্য
যেনো, আমি নর্দমায় ভরে যাওয়া এক মরা নদী|
ষ..
কালের যাত্রায় যদি হারানো কিছু ফিরে পাওয়া যেত
আমি তোমাকেই চাইতাম
তোমার নেশা ধরা স্বপ্ন, তোমার ছেলেমানুষী,
তোমার শরীরের গন্ধ,
বাতাসে উড়া চুল, এক বোতাম ছেড়ে লাগানো শার্ট
অন্ধকারেও তুমি সামনেই থাকো|
তোমার এই কালো পৃথিবীটা ভালোবাসতে জানেনা মোটেও
নাহলে কারো ভালোবাসায়
এমন ভাগ বসাতো?
নিশ্চুপ শহরের এক কোণে
কারো কান্নার শব্দে ঘুম ভেঙ্গে গেলে
তাকে তোমার গল্প বলি
ভাঙ্গা বেহালা বাজিয়ে শোনাই
কষ্ট হয়না কেননা সে এখনো প্রশ্ন করতে শেখেনি!
০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
শাপলা নেফারতিথী বলেছেন:
এইসব পঁচা জিনিস ভাল্লাগলো?
ধন্যবাদ..
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কয়েকটা টুকরো রাত.. বৃথা যাবে কেন? বৃথা তো যায়নি!
কবিতায় অনুভূতির প্রকাশ ভালো লেগেছে।
শুভেচ্ছা।
০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
শাপলা নেফারতিথী বলেছেন: বৃথা যাচ্ছে বলেইতো মনে হচ্ছে!!
ভালো লাগছে জেনে খুসি হলাম..
শুভেচ্ছা আপনাকেও
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: +++
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি নির্লিপ্ত দুঃখ আমার
চোখের সীমানায় হামাগুড়ি দিয়ে
খোঁজে চাঁদের আলো| ------------ সুন্দর অনেক সুন্দর । অনেক ভাল লাগল কবিতা।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কারো কান্নার শব্দে ঘুম ভেঙ্গে গেলে / সে কি কোন অনুজ
তাকে তোমার গল্প বলি / যাকে নিয়ে এই কবিতা
ভাঙ্গা বেহালা বাজিয়ে শোনাই/ তাকে যে তার স্মৃতি বহন করে
কষ্ট হয়না কেননা সে এখনো প্রশ্ন করতে শেখেনি!/যে অনুজ উপমা তার বুলি ফুটেনি
------ দয়া করে এইটুকু কি এক খোলে বলবেন।আমি যা বুঝেছি তার মতন কিনা তার জন্য।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
শাপলা নেফারতিথী বলেছেন: আপনি ঠিকই বুঝতে পেরেছেন|
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ|
শুভ কামনা রইলো
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
সায়েম মুন বলেছেন: তিনটেই ভাল লেগেছে। প্রথমটা সবচেয়ে বেশী।
কয়েকটা টাইপো আছে। ঠিক করে নিয়েন।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..
৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
লেখোয়াড় বলেছেন:
কবিতা মানুষকে সহজ করে, সুন্দর রাখে।
আপনার প্রতিটি কবিতাই তাই বলে।
সুন্দর ও নিষ্পাপ।
+++++++++++++++
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..
ভালো থাকবেন
৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: সহজ, সুন্দর!
ভালো লাগলো
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
শাপলা নেফারতিথী বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ..
ভালো থাকবেন.
৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
ড্রাকুলার রক্ত বলেছেন: আমার কয়েকটা ফ্যাব কবিতার মাঝে আপনার কবিতা কে স্থান দিলাম। +++++
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
শাপলা নেফারতিথী বলেছেন: সর্বনাশ !!
আমি এতো ভালো লাগার মতো লিখিনা!
আর এইগুলা তো যাচ্ছেতাই, কবিতা হয়না.
ভালো থাকবেন..
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
এহসান সাবির বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভালোলাগা রইল।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..
ভালো থাকবেন..
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সহজ, সুন্দর।
অনুভূতির সুন্দর সব প্রকাশ।
ভাল্লাগলো।