নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছায় অনিচ্ছায় ফুটে থাকা ফুল!

শাপলা নেফারতিথী

শাপলা নেফারতিথী › বিস্তারিত পোস্টঃ

যে রাতে মৃত্যুই আনন্দ

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০২



আরেকটা দীর্ঘ দুঃস্বপ্ন

কুয়াশার বুকে ছোট ছোট আয়নাঘর

মাদুরে রাখা মুগ্ধতার জলছবি

এই রাতে মৃত্যু আলিঙ্গন করুক..



ছুটে চলা বাতাসের পথ হারাতে নেই

সে তো কেবলই ফিরে যাওয়া হতাশা

যদি নিয়ম ভাঙ্গে দু-একটা উড়ে আসা চুল

ফ্রেমের দেয়ালে যদি নামে মৌন ঝড়

সে রাতে মৃত্যুই আনন্দ..



দেখো,

এই আবর্জনার লাল-নীল পদ্মপুকুর

থেতলে গেছে স্বপ্নবোনা ঘাস

মায়া দিঘী, সে যে দ্বিধাগ্রস্থ রাতের মৃত নাম

যে রাতে মৃত্যু শুধুই অমৃতসুধা..

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

বেলা শেষে বলেছেন: Oh , beautiful.

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

মামুনূর রহমান বলেছেন: মায়া দিঘী, সে যে দ্বিধাগ্রস্হ রাতের মৃত নাম
যে রাতে মৃত্যুই শুধু অমৃতসুধা.....

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রতি প্যারাই সুন্দর

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ আপু..

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে আপু ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া..

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

বোধহীন স্বপ্ন বলেছেন: প্রতিটি লাইন-ই অসম্ভব সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ ..

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

শায়মা বলেছেন: মরিতে চাইনা আমি এ সুন্দর ভুবনে......


তবুও সৌন্দর্য্য দেখে মরলে সমস্যা নেই কোনো।:)

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ আপু..
ব্লগে স্বাগতম

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কুয়াশার বুকে ছোট ছোট আয়নাঘর।

ছোটের স্থলে ছুটে লিখেন।

শুভেচ্ছা।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..
আপনাকেও শুভেচ্ছা

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কোন এক মধুর রাতে
পূর্নিমার জোছনায়
ধরণীর অপরুপ রুপে
প্রেমিক এ মন মরিতে চায়।
কোন এক প্রিয়ার বুকে
নিদারুণ এক সুখে
মৃত্যু যদি হতো!

আহা! সে মরণ স্বর্গসম
সে মরণে স্বার্থক জনম। :#>


ভাল লেখেছেন।চমৎকার কবিতা । :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

শাপলা নেফারতিথী বলেছেন: বাহ..
ধন্যবাদ আপনাকে.
শুভেচ্ছা রইলো

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

শুঁটকি মাছ বলেছেন: ছুটে চলা বাতাসের পথ হারাতে নেই
সে তো কেবলই ফিরে যাওয়া হতাশা
যদি নিয়ম ভাঙ্গে দু-একটা উড়ে আসা চুল
ফ্রেমের দেয়ালে যদি নামে মৌন ঝড়
সে রাতে মৃত্যুই আনন্দ..
অদ্ভুত সুন্দর!!!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ আপু..
শুঁটকি কিন্তু আমার খুব প্রিয়.

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

লেখোয়াড় বলেছেন:
খুব ভাল লাগল। বি্শেষ করে এটুকু..................

"মায়া দিঘী, সে যে দ্বিধাগ্রস্থ রাতের মৃত নাম
যে রাতে মৃত্যু শুধুই অমৃতসুধা.. "

আপনার ভিতরে কল্পনা আছে, শব্দ আছে, কবিতা আছে।
লিখতে থাকুন।

ভাল থাকুন।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..
লিখার চেষ্টা করে যাচ্ছি মাত্র..

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুণ।
স্নিগ্ধ কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন..

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

সকাল রয় বলেছেন:
শেষের লাইনগুলো কবিতাকে সমৃদ্ধ করেছে বলে মনে হলো।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..

মৃত্যুর জন্যই তো এতো হাহাকার|

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

নাছির84 বলেছেন: কবিতা ভাল লেগেছে। এমন রাতে মৃত্যুই শ্রেয়।
আর হ্যাঁ নেফারতিথী নামটা আমার ভীষন ভীষন প্রিয়। শুধু 'থ' এর জায়গায় 'ত' থাকলে হতো ভীষন টু দি পাওয়ার ইনফিনিটিফ !!
শুভ কামনা ফারাও রাজকন্যা।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ..
হা হা হা... আমি ফারাও রাণী,
তাও মৃত!!

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৯

ফারজুল আরেফিন বলেছেন: রাত শেষে কষ্ট প্রদীপে আরেকটু কেরোসিনের যোগান....!

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

শাপলা নেফারতিথী বলেছেন: কেরোসিন!!
ইহা স্বাস্থ্যের জন্য ভালো না.

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

সামাইশি বলেছেন: আমি এক শান্ত সরোবর দীঘিতে মায়ার জালে হারিয়েছিলাম। কালের খরায় দীঘিটি হারিয়ে গেছে। আমার আদরের দীঘিটি আমি এখনো খুঁজে যাচ্ছি। কবিতা ভালো লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

শাপলা নেফারতিথী বলেছেন: পেয়ে যাবেন কোনো একদিন..
মন্তব্যের জন্য ধন্যবাদ

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লেগেছে জানাটাও ভালো লাগার..

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর লেখাটা।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

ইখতামিন বলেছেন:
সুন্দর কবিতা

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.