নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছায় অনিচ্ছায় ফুটে থাকা ফুল!

শাপলা নেফারতিথী

শাপলা নেফারতিথী › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো কিছু ভালো না লাগা..

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১১

.

সুখ পাথরে হৃদয় কেনো পোড়াও

মন ভেজাও গহীন অরণ্যে

নিয়ন আলোর যে পথ বহুদূরের

সেও তো মিশে গেছে অন্ধ গলির

শেষ গানে..

এখানে সুখ শুধুই হাহাকার

চোখ জুড়ে রাত্রির তাচ্ছিল্যতা

ভাঙা সুরে বেজে ওঠা প্রিয় কোনো গানে

তোমাকে চাই তোমাকে চাই

আহা শূন্যতা..



..

এক মরা নদী বুকে চর জাগিয়ে বসে থাকে

ঘাসফুলের অপেক্ষায়

বিকেলের কোলে সন্ধ্যা নামে

তারও ওপারে উত্তরের বাতাস

কেউ হেঁটে গেলেই ভাবে মধু লগ্ন

বক্ষে ভর করে উপচে পরা শুন্যতা|

লাগাম টেনে দেয় চোখের কোণে

যদি ভুল করে সে সন্ধ্যা দেখে ফেলে!



...

মাতাল সমীরণ ছুঁয়ে গেলে

যদি বলি আমি অন্ধকার চাই

যদি তাঁর ধোঁয়াটে এলো চুলে গুণে গুণে কাটিয়ে দেই

হাজার বসন্তের বিকেল

যদি অপেক্ষায় ঝড়ে নোনা জলের কুয়াশা

যদি সে এসে ফিরে যায়

তবে বুঝে নিবো

অপেক্ষায় বসন্ত ছিলো না ছিলো ঘোর লাগা শীতকাল..







মন্তব্য ৫১ টি রেটিং +২/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা...

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

খেয়া ঘাট বলেছেন: ভালো বুঝি নাই।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

শাপলা নেফারতিথী বলেছেন: হা হা হা..
না বুঝলেই ভালো

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দ্বিতীয়, তৃতীয় অংশগুলো বেশি সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..
ভালো থাকবেন

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..
শুভেচ্ছা রইলো

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর!

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতায় মন ভেজাও গহীন অরণ্যে ঠিক আছে কিন্তু অরণ্য গহিনে আরেকটু ভালো শোনায়।


নিয়ন আলোর যে পথ বহুদূরের

কথাগুলো শুনতে কেমন সুললিত, সুরেলাও বলা যায়, কিন্তু তার পর
সেও তো মিশে গেছে অন্ধ গলির
শেষ গানে..
কেমন যেন বেসুরো, খানিকটা তাড়াহুড়োর বোধ আছে।

আবার তাচ্ছিল্য যতটা না সহজ মনে সে তুলনায় তাচ্ছিল্যতা আরো কঠিন এবং নীরস মনে হয়।

এভাবে প্রতিটা লাইনে ভেবে ভেবে শব্দগুলো বসাতে পারলে কেমন হতো। আমার তো মনে এর চেয়ে আরো বেশি আরাম হতো কবিতাটা পড়তে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ জুলিয়ান ভাইয়া..

এতো সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো খুব. আসলে খানিকটা তাড়াহুড়ো ছিলোই.
এইটা এমনই থাক আবার যখন লিখবো তখন গুছিয়ে লিখবো|
ভালো থাকবেন খুব..

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৬

ভাড়াটিয়ার একমাত্র পুত্র বলেছেন: সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০০

সাগর রহমান বলেছেন: সুন্দর কথামালা।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫১

ভারসাম্য বলেছেন:

অপেক্ষায় আশার আলো ছিল না
ছিল ঘোর অমানিশা।

+++

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

শাপলা নেফারতিথী বলেছেন: অপেক্ষায় আশার আলো ছিল না ছিল ঘোর অমানিশা। .... সুন্দর

অনেক ধন্যবাদ..

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩

লেখোয়াড় বলেছেন:
চমৎকার। সুন্দর একটি সুর কাজ করছে কবিতায়।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

শাপলা নেফারতিথী বলেছেন:
অনেক ধন্যবাদ.. খেলোয়াড় ভাই!!

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতাটি।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

শাপলা নেফারতিথী বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া..

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

এখানে সুখ শুধুই হাহাকার
চোখ জুড়ে রাত্রির তাচ্ছিল্যতা

যদি তাঁর ধোঁয়াটে এলো চুলে গুণে গুণে কাটিয়ে দেই
হাজার বসন্তের বিকেল



অনেক সুন্দর +++

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

শাপলা নেফারতিথী বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া..
ভালো থাকবেন

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

ইখতামিন বলেছেন:
বিকেলের কোলে সন্ধ্যা নামে
তারও ওপারে উত্তরের বাতাস
কেউ হেঁটে গেলেই ভাবে মধু লগ্ন
বক্ষে ভর করে উপচে পরা শুন্যতা|

কবিতাটা অনেক ভালো লেগেছে।


একটা মন্তব্য করেছিলাম। এখন দেখতে পাচ্ছিনা। মনে হয় সাবমিট হয়নি। অথবা মুছে ফেলা হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

শাপলা নেফারতিথী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ..
এক লেখা দুইবার পোস্ট হয়ে গিয়েছিলো তাই মুছে ফেলেছি.
দুঃখিত..

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice your present in word chine . Tanks of lot.

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

শাপলা নেফারতিথী বলেছেন: ....!!!

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: nice one

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭

ফয়সাল মাহাদী বলেছেন:
বক্ষে ভর করে উপচে পরা শুন্যতা|
লাগাম টেনে দেয় চোখের
কোণে
যদি ভুল
করে সে সন্ধ্যা দেখে ফেলে!

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ...

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০

সায়েম মুন বলেছেন: শক্ত গাঁথুনির লেখা। মুগ্ধপাঠ!

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

শাপলা নেফারতিথী বলেছেন: পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ..
ভালো থাকবেন সব সময়..

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭

সায়েদা সোহেলী বলেছেন: বক্ষ ভরা শুন্যতায় অপেক্ষা আজি
ঘন কুয়াশায় পায়চারী
আখিঁ পটে জমে অঠে নোনা জল
ক্ষনে ক্ষনে বদলায় আশা নিরাশার পাগলামি
বিশ্বাসের গৃহত্যাগ , , ,
ঘোর অমিনিশায় অপেক্ষার সমাপ্তি !!

ধোঁয়া ওঠা পেয়ালা হাতে ,

অস্ফুট উচ্চারণ ,,
এক কাপ চায়ে আমি তোমাকে চাই
।তোমাকেই চাই । :)


মুগ্ধতা
মুগ্ধতা
মুগ্ধতা

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

শাপলা নেফারতিথী বলেছেন: বাহ.. সুন্দর

অনেক ধন্যবাদ আপু

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০

পাঠক১৯৭১ বলেছেন: "
যদি তাঁর ধোঁয়াটে এলো চুলে গুণে গুণে কাটিয়ে দেই
হাজার বসন্তের বিকেল
"

হাজার বসন্ত? কখনো না। হাজার বসন্ত মানে হাজার বছর? পৃথিবীর লোক সংখ্যা এখনই ৭ বিলিয়ন; কেহ যদি হাজার বছর বাঁচে পৃথিবীর অবস্হা কি হবে?

কবিতা ভালো লেগেছে!

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

শাপলা নেফারতিথী বলেছেন: এতো কিছু ভেবে কবিতা কেনো পড়েন?
আপনার সময় অনেক মূল্যবান, খালি খালি কবিতা পড়ে সময় নষ্ট করার মানে আছে?

মন্তব্যের জন্য ধন্যবাদ

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

সকাল রয় বলেছেন: এক মরা নদী বুকে চর জাগিয়ে বসে থাকে
ঘাসফুলের অপেক্ষায়
বিকেলের কোলে সন্ধ্যা নামে
তারও ওপারে উত্তরের বাতাস
কেউ হেঁটে গেলেই ভাবে মধু লগ্ন
বক্ষে ভর করে উপচে পরা শুন্যতা|
লাগাম টেনে দেয় চোখের কোণে
যদি ভুল করে সে সন্ধ্যা দেখে ফেলে!

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ...

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: আপনি কি প্রাচীন মিশরের?

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

শাপলা নেফারতিথী বলেছেন: কেনো?

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

রাইসুল নয়ন বলেছেন: যদি তাঁর ধোঁয়াটে এলো চুলে গুণে গুণে কাটিয়ে দেই
হাজার বসন্তের বিকেল


পুরো কবিতায় সুন্দর, তবে এই লাইনটা আমার বেশী ভাল্লাগছে ।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ..
শুভেচ্ছা রইলো

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:

ঘাসফুলের অপেক্ষা...
উত্তরের বাতাস....
নোনা জলের কুয়াশা...

লিখাটি ভালো লেগেছে। [প্লাস]
আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

শাপলা নেফারতিথী বলেছেন: প্লাসে ও মন্তব্যে অনেক ধন্যবাদ..
ভালো থাকবেন

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এক মরা নদী বুকে চর জাগিয়ে বসে থাকে
ঘাসফুলের অপেক্ষায়


সুন্দরম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ কবি..
ভালো থাকবেন খুব

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

দোজা বলেছেন: আপনার কবিতা পড়ে কবি ও কবিতার প্রতি ভক্তি আনার চেষ্টা করছি ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

শাপলা নেফারতিথী বলেছেন: ভুল মন্তব্য করে ফেলেছেন..

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

দোজা বলেছেন: সত্যি ! আমি অনেকদিন কোন কবিতা পরিনি ! যদিও আমি মানি কবিতা হচ্ছে সাহিত্যের সবচেয়ে মননশীল প্রকাশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.