![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে জীবন অনাহুতের তাতে ক্ষনিকের চাকচিক্য
আজীবন আয়নাঘর।
খুচরো হিসেবের খাতায় তুলে রাখি বুকের ক্ষত,
চোখের প্রেম।
রুদ্র ঝলমল দিনে যে দেওড়িতে ঝড় তোলো
সে বাতাস হাহাকারের।
আধেক প্রণয় নাহয় হতো
তবু থেকে যেতে,
ভিষণ আবদারে ভুল ভাংগে তুমিতো প্রেমিক নও!
০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৩
শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩১
শায়মা বলেছেন: আপুনি অনেক সুন্দর লেখা। অনেক ভালোবাসা।
০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৩
শাপলা নেফারতিথী বলেছেন: ভালোবাসা নিবেন আপু
৩| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৪
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ৩:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
সেই যে ২০১৪ সালে প্রায় ১০ বছর আগের
কবিতায় বাধনটা একটু শক্ত করে দাও বলে
গিয়েছিলেন ,তা মনে হয় সত্যিই ফলেছিল!
দশ বছর পরে বাধনটি মনে হয় কিছুটা
শিথিল হওয়ায় ফিরেছেন আরো একটি
সুন্দর কবিতা সাথে করে নিয়ে ।
শুন্যতা ভরে যাক প্রাপ্তিতে
এ কামনা রেখে গেলাম।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনার ত্রয়োদশ বছর পূর্ণ হওয়ায় আন্তরিক অভিনন্দন!
কবিতা ভালো হয়েছে।
"খুচরো হিসেবের খাতায় তুলে রাখি বুকের ..... চোখের প্রেম" - চমৎকার!