![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত মৃত একজন মানুষ!
দেখি না শুনি না বড় হই না,
ক্ষুধাহীন তৃষ্ণাহীন এমনকি দম পর্যন্ত ছাড়ি না।
আমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে
আর মগজ পুড়ে পুড়ে সোনা হচ্ছে।
সোনার গহনা কি তোমার পছন্দ না কি মুকুট!
তুমিতো বিশ্বাসী,জান্নাতে তোমার ব্যবহার্য সমস্ত
ধাতব বস্তুই হবে সোনা।
মৃত্যুপরবর্তী জীবনে সোনা তৈরী হয় নরকীর মগজে।
আগুন যত কঠিন সোনা তত খাঁটি।
ঈশ্বর হে -আমাকে কঠিন আগুনে পোড়াও!
তোমার নগ্ন শরীরে সোনার গহনা
আগুনের নদীতে হারিয়ে গেলে আমাকে বলো!
আর কামারের কাছে জেনে নিও
লবণপোড়া ধারালো বস্তু অনেক বেশি টেকসই।
...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
চলমান ফোন +18179661504 (হোয়াটসঅ্যাপ সহ)
২১ শে মে, ২০১৯ দুপুর ১:১৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
আসলে কবিতা তো আবেগের খেলা।
২১ শে মে, ২০১৯ দুপুর ১:১৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৩| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: আগুন যত কঠিন, সোনা তত খাঁটি - খাঁটি কথা!
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসলেই সবাই মৃত।