![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইকে এক্সিডেন্ট করে আজ ১৬ দিন যাবৎ পঙ্গু হাসপাতালে পড়ে আছি। আমি আর আমার কাজিন। একটা কেবিনের জন্য অনেক চেষ্টা করেছি, সামুতেও পোষ্ট দিয়েছিলাম।কাজ হয় নাই! প্রাইভেটে যাবো! কিন্তু সবাই বলে পঙ্গুতেই ভাল ট্রিটমেন্ট হয়।ট্রিটমেন্ট ভাল হয় আমিও মানি, কিন্তু এখানে সবকিছু হয় ৬ নাম্বার গাড়ির গতিতে। অপারেশনের তারিখ দিয়েও পেছানো হচ্ছে।এখানে সবকিছু চলে মামু,খালু আর পরিচিত - এর জোরে।
হাসপাতালের কেউকি সামুতে নাই অথবা সামুর পরিচিত কেউকি হাসপাতালে নাই।কোন আর্থিক বা অন্য কোন হেল্প লাগবেনা।শুধু একটু প্রপার সাজেশন।
যদি কেউ থাকেন প্লিজ কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন: ০১৯১৫৬৯০৬৩০। ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। দোয়া করবেন।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪
হেডস্যার বলেছেন:
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
ছেরা বলেছেন: ভাই আপনি কোন ওয়ার্ড আর কত নং বেড এ আসেন এক্টু বলেন,
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: ভাই, CD ওয়ার্ড (দোতলা) , বেড নাম্বার ১৪। ধন্যবাদ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: ভাই আমার হেল্প করার ক্ষমতা নাই। তবে আশা করি আপনি ভালো হয়ে যাবেন॥
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: দোয়া করবেন।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
দি সুফি বলেছেন: আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ্য করে দিক - এই দোয়া রইল।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: ধন্যবাদ।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
বাঁশ আর বাঁশ বলেছেন: আস্তে মটর সাইকেল চালাইয়েন।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: দাদা, এক্সিডেন্ট তো আর বলে কয়ে আসেনা! আর বাইক আমি চালাচ্ছিলাম না।পেছনে বসা ছিলাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
মদন বলেছেন: পরিচিত ছাড়া আসলেই সেখানে দ্রুত কিছু করা যায় না।
দু:খিত, আমার পরিচিত কেউ নাই।