![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
আমি ক, আমার জন্ম শহরের আদলে গড়ে উঠা একটা আদর্শ গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। আমদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্ম হয় ভয়কে আলিঙ্গন করতে করতে,ভয় আমাদের নিত্য সঙ্গী। আমরা না পারি বিপ্লবী হতে,না পারি আপোষী হতে। আমাদের ৪ ইঞ্চি দুর্ভাগ্য আর বাকিটা রক্ত মাংসের শরীর। আমাদের জীবনটা না Realistic না Idealistic. আমাদের জীবনটা একটা ছক বাঁধা গণিতের খেলা,যেখানে সাফল্য হচ্ছে ভাগ্য আর ব্যার্থতা হচ্ছে ভগমানের অনীহা। আমরা হোসেন মিয়াঁদের এই সমাজে কুবেরের মতো একটা জীব, কখনো চিতার কাঠ,কখনো বা আবার ট্র্যাপডোর। আমাদের স্বাধীনতার ইতিহাস লেখা হয় তাদের পায়ের ধুলোয়। আমদের এই জীর্ণ বস্ত্র,শীর্ণ গাত্র আর খুদায় কণ্ঠ ক্ষীণ নিয়ে না পারি প্রিয়শির ঠোটে চুম্বন দিতে, না পারি পায়ে শিকল দিতে। আমরা দুঃখে জীর্ণ হয়ে,চিন্তায় ক্ষীণ হয়ে,সমস্যায় লীণ হয়ে আর কতো কাল এই ভয়ের জালে বাঁধা থাকবো।আমরা কি বলতে পারবোনা আমরা কনো সমাজের না কনো শ্রেণীর না আমরা “মানুষ”।
©somewhere in net ltd.