নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন › বিস্তারিত পোস্টঃ

আমার অলীক বাস্তবতা……

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

আমি কখনো ভাবতেও পারি নাই যে ৪ বছর পর তুমি আমায় ফোন করবা, বিশ্বাস নামের যায়গাটাতেও মরিচা পড়ে গিয়েছিলো। প্রথম প্রথম মনে হতো আজ হয়তো তুমি আমায় ফোন করবা,এভাবে একটা একটা নিষ্ঠুর দিবানিশি এসে কেটে গেল ৪টা বছর।তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে আমি কেমন আছি,আমার উত্তরে হেসেছিল আমার ভিতরের মিকায়িলের যারজ সন্তান। জানো খুব মনে পড়ে আমার ক্যাম্পাসের প্রথম দিকের সেই দিন গুলা,প্রতিদিন সকালে উঠে শেভ করা,শার্ট ইস্ত্রি করা,নিজেকে আর একটু স্মার্ট দেখাবে বলে হাতে ব্রেসলেট পরা,প্রতিদিন জুতা কালি করা, স্মার্টনেস এর জন্য চিগারেটে দুই একটা টান দেয়া।কতইনা বোকা ছিলাম আমি,সমস্ত রাত্রি জেগে থাকতাম কিভাবে তুমার কণ্ঠের স্বর শোনা যায়,কিন্তু পারতাম না ১২ টা বাজতেই ঘুমের মাসি এসে হাজির,আজ কিন্তু মুনসুক ও আমার জন্য আর ঘুমাতে পারে না।খুব কেঁদেছিলাম যখন আমায় ছেড়ে চলে গেলে,এখন আর কাঁদি না।আমার কান্না দেখলে হেঁসে ওঠে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা লোকটা। একটা সময় মনে হতো নিউটনের সূত্রও বুঝি মিথ্যা,বিনারদের ছবিও শুধুই ছবি,হেলেনের প্রেম শুধুই মাত্র লোক দেখানো প্রেম।তুমাকে হারানোর পর মনে হয় না সবই ঠিক আছে।আমি মনে করতাম আমি তুমায় ভালবাসছি তো তুমাকেও আমায় ভালবাসতে হবে,কতো বড় বোকা ছিলাম আমি তাই না। বেঁচে থাকার জন্য জীবনের প্রতিটা মুহুর্তে মানুষ স্বপ্ন দেথে, আমিও দেখেছি তোমাকে নিয়ে কিন্ত বাস্তবতা কি কঠিন, সে জীবনের প্রতি বাকে বাকে শুধু মানুষের স্বপ্নকে নষ্ট করার কাজে ব্যস্ত থাকে।আমি কিন্ত অদ্ভুত স্বপ্ন দেখিনি তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে আমার স্বপ্ন ছিল বাস্তবতার বেড়া জালে ঘেরা... বাচ্চা ছেলেটার চোখের পবিত্রতাই ঢাকা।
স্বপ্ন মাঝে স্বপ্ন দেখি,স্বপ্ন দিয়েই স্বপ্ন গড়ি ,স্বপ্নের ভিতর স্বপ্ন আসে স্বপ্নের ভিতর স্বপ্ন ভাঙ্গে। দিনে স্বপ্ন, রাতে স্বপ্ন ঘুম ভাঙ্গা এক স্বপ্ন ভোরে স্বপ্ন ছায়া, স্বপ্ন মায়া স্বপ্ন-পিছেই স্বপ্ন ছোটে। স্বপ্ন মাঝেই স্বপ্ন হাসে স্বপ্ন দেখেই...স্বপ্ন কাঁদে
স্বপ্ন একটা স্বপ্ন ছিল, খুব সাদামাটা স্বপ্ন তুমি বললে স্বপ্ন!! আর ওমনি স্বপ্নটা জল হলো, আকাশ হলো, প্রজাপতি হলো মার্বেল হলো, মাছ হলো, মাঝ বিলে শালুক হলো হতে হতে কোন্ সুদূরে হারিয়ে গেল। গতকাল মধ্যরাতে সে-স্বপ্নটা আবার তুমি হয়ে ফিরে এলে
কিন্তু দেখো না আমায় দেয়া তুমার শেষ উপহারটা কতই না মধুর “বাস্তবতা”
হা হা হা হা হা হা হা হা হা হা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.