নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন › বিস্তারিত পোস্টঃ

আমি একটা যারজ সন্তানের পিতা হতে চাই

০৪ ঠা মে, ২০১৫ রাত ১২:১৪

আমি একটা যারজ সন্তানের পিতা হতে চাই। কনো বেজন্মার নাম দিতে যেয়ে বর্ণমালার বর্ণ গুলুকে ছোট করতে চাইলাম না, তাই নামহীন হয়েই থাকুক সে আমার আমিতে। আমার ভিতরের অমানুষিকতা দিয়ে আমি তাকে লালন করতে চাই, আমি তাকে নাটকীয় এই জীবনে অভিনেতা বানাতে চাই। একজন অভিনেতার মতো যেন সে তার জীবনের সকল স্বপ্ন এবং বাস্তবতাকে সাবলীল ভাবে নিতে পারে। আমি চাই সে যেন মানব রূপি রোবট হোক, হৃদয় নামের মানবিক এই ঘৃণিত বস্তু যেন তার মধ্য না থাকে। আমি তাকে রাজনীতিবিদ বানাতে চাই, তার প্রতি কথা যেন নির্বাচনী ওয়াদা হয়। আমি তাকে খুনি বানাতে চাই যেন সে অন্যর মানবিকতাকে নির্মম ভাবে খুন করতে পারে। আমি তাকে মাংসশাসি পশু বানাতে চাই,যেন তার মাঝে সহনাভুতি না থাকে। আমি তাকে পতিতা বানাতে চাই যেন তার মাঝে কনো ঢং না থাকে। আমি তাকে কামহীন এক প্রাণী বানাতে চাই যেন তার মাঝে প্রেম না থাকে। আমি চাই সে একজন বাজীগর হোক যেন তার মাঝে বিবেক না থাকে,যাহা কিনা বাংলা ছবির ছক বাঁধা চুলকানি। আমি চাই সে জল্লাদ হোক যেন অন্যর স্বপ্নকে চোখের পলকেই শেষ করতে পারে। কিন্তু আমি সত্যই চাই না জীবনেও কনো নারীর সান্নিধে যেতে। হয়তো নজরুল আমার জন্যই লিখে গিয়েছিলো
“এরা নারি, এরা দেবী, এহাদের অতিলোভী মন
এক পেয়ে তৃপ্ত নয়,একজনে সুখি নয়, যাচে বহুজন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.