![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
পরিচয় পর্বঃ
কি করিয়া গল্প বলিতে হয়,তাহা সম্প্রতি শিখেছি। স্যার কোনাল ডয়েল বা রবি ঠাকুর পড়ে খুব বেশি লাভ হয়েছে তাহা বলতে পারবো না।আমার পরিচয়ের দুইটা ভাগ আছে। একভাগ যেখানে আমার ইচ্ছারা একেবারে পাকা-আমার ইচ্ছার বিন্দুমাত্র নড়চড় হয় না,আর অন্যভাগে আমার ইচ্ছারা অতি প্রাকৃতিক,যেখানে আমি অতি সুবোধ একটা ছেলে।
আমার জন্ম শহরের আদলে গড়ে উঠা একটা গ্রামের সম্ভ্রান্ত নাহলেও সন্মানিয় একটা পরিবারে। ছোট বেলা থেকে গ্রামে বেড়ে উঠলেও গ্রামের কাঁদা-মাটি শরীরে মাখার সুভাগ্য আমার খুব বেশি হয়নি।কারণ একটাই জন্ম থেকে ভয় আমার নিত্য সঙ্গী যাহা পৈতৃক সূত্রে পাওয়া। মধ্যবিত্ত পরিবারে সন্তানদের যেমনটা হয়ে থাকে। বাবার ভয় ছেলেটা যদি ভালো করে পড়ালেখা না করে যদি খারাপ ছেলেদের সাথে মেলামেশা করে তাহলে নষ্ট হয়ে যাবে তার সন্মানের হানি হবে। মায়ের ভয় তার ছেলের যদি কনো ক্ষতি হয়।
চলবে............
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
শাহরিয়ার বাপন বলেছেন: ভাই চাঁদগাজী আপনি জিং জিং জাতিয় শব্দ দারা কি বুঝাতে চেয়েছেন ঠিক বুঝলাম না
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: গুরুচণ্ডালী দোষে দুষ্ট কয়েকটা বাক্য । ভাষাগত দক্ষতা বাড়াতে হবে, বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে । এগিয়ে চলুন ।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮
শাহরিয়ার বাপন বলেছেন: জী ধন্যবাদ রুপক আপনি আমার অন্য লেখাগুলো পড়তে পারেন।আশা করি হতাশ হবেন না খুব বেশি
আর হ্যা আমি ভাই শখের লেখক,তাই....
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
বিয়ে না করে জিং জিং করছেন?