![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ইচ্ছে করে জানো....
তোমার ভালোবাসা নিয়ে রচনা লিখি..
নাম্বার দিবে তাতে??
তোমার ভালোবাসা নিয়ে তো রচনা না পুরো একটা উপন্যাস হয়ে যাবে...
হয়তো তার চেয়েও কিছু বেশি....
কত দিবে তাতে??
১০০ তে ৫০?
নাকি তারো বেশি??
আচ্ছা কবিতা লিখলে কেমন হয়?
রং থাকবে সাত টা,রঙধনু তে যেমন হয়..!!
পাহাড় থাকবে,গাছ থাকবে..
তুমি আর আমিও থাকবো..!!
পাখিদের গান থাকবে...
বাতাস কি থাকবে??? বলো...!!!
তুমি কি চাও??
কবিতা না গল্প??
উপন্যাস নাকি রচনা??
আমি জানি,,তুমি সেটাই চাইবে..
যেটা আমি চাইবো...
তাহলে চলো "তুমি আর আমি"
কাব্য হয়ে যায়....
কবিতার ছন্দে,,আর গানের সুরেই
তো কাব্য হয়??
তাই ই তো??
নাকি ভুল বললাম??
তবে তাই চলো...
তুমি আর আমি মিলে..
ভুল হয়ে যাই...
এসো "ভুল" করি বার বার....
শুধুই ভালোবেসে....
১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
শাহরিয়ার হাসান চৌধুরী বলেছেন: হ্যাঁ ভাই লিখেই ফেলবো এবার!
২| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: ভালবেসে একটু আধটু ভুল করাই যায়।
১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০০
শাহরিয়ার হাসান চৌধুরী বলেছেন: তাইতো ভালোবেসে মিষ্টি ভুল গুলো করে ফেলি!!
৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭
কানিজ রিনা বলেছেন: যত যত কবিতা ব্লগে আশে সবইত ভালবাসার
গদ্য কবিতা ছন্দ সবিতা নামের কবিতা।
তাই না হয় একটা গল্প সেখানে কতকগুল
সবিতা জড়িয়ে একটি কবিতা গল্প।
সবিতারা না হয় একটি কবিতা হয়েই থাক
তবে তাই হোক। ধন্যবাদ,
১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২
শাহরিয়ার হাসান চৌধুরী বলেছেন: তবে তাই হোক, কবিতা হয়েই থাক। আপনাকেও অনেক ধন্যবাদ!!
৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯
ডার্ক ম্যান বলেছেন: ভালোবেসে বার বার ভুল করলে বিপদ।
আপনার কবিতা ভাল হয়েছে
১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১
শাহরিয়ার হাসান চৌধুরী বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন! তবে কিছু কিছু ভুল তো ভালোবাসা বাড়িয়ে দেয়। সেই ভুল বার বার করলে ক্ষতি কি??
ধন্যবাদ আপনাকে! ভালো লেগেছে যেনে খুব ভালো লাগলো!!
৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
ধ্রুবক আলো বলেছেন: লিখে ফেলুন কবিতা, উপন্যাস..
১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
শাহরিয়ার হাসান চৌধুরী বলেছেন: কবিতা তো ভাই লিখলাম! এবার দেখি ভালোবেসে উপন্যাসটা লিখতে পারি কিনা।
সাথে থাকবেন! ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: লিখে ফেলুন একটি উপন্যাস।