নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকলে আসবেন আমার ব্লগে

ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধাচল

মোঃ শরিফুল

মানুষের পাশে মানুষ দাড়াবে, মানুষের দিকে দুহাত বাড়াবে

মোঃ শরিফুল › বিস্তারিত পোস্টঃ

জমি কেনার ব্যাপারে আপনাদের পরামর্শ চাচ্ছি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

গত ৯ এবং ১০ তারিখ সিঙ্গাপুর বাংলাদেশ হাউজিং ফেয়ার ছিল, আমি ১০ তারিখে আমার ২জন বন্ধু নিয়ে ঘুরতে গেলাম এবং প্রাইম এসেট ডেবেলপমেন্ট এর ষ্টলে সেলসম্যানের সাথে কথা বলে পূর্বাচল সিটির ১৩ নম্বর সেক্টরের ৩কাঠার একটা প্লট বুকিং দিলাম।

আমার ব্যাক্তি গত টাকা না আমরা কয়েকজন বন্ধু মিলে ছোট্ট একটা সমিতি করেছি এবং এর টাকা দিয়েই বুকিং দিলাম। (আমরা সবাই প্রবাসি)

গতকাল আমাদের সমিতির সাপ্তাহিক মিটিং এ আলোচনা করে সিদ্ধান্ত নেয়ে হয় আরো কয়েকটা প্লট বুকিং দেবার জন্য, কিন্তু যেহেতু এই কোম্পানিটা নতুন এবং এদের সম্পর্কে বিস্তারিত জানি না তাই আপনাদের সাথে একটু পরামর্শ করতে এলাম।

এটা কোম্পানির ওয়েব সাইট - http://www.primeassetdl.com/

কারোকি এই কোম্পানির সম্পর্কে কিছু জান আছে, এদের জমি কত টুকু সঠিক।

বিস্তারিত জানালে উপকৃত হতাম



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

দিশার বলেছেন: আপনার জন্মে এখানে কোনো বাড়ি করতে পারবেন না, আপনার নাতি পুটি রা পারলে পারবে . পূর্বাচল হাউসিং গুলা সম্পূর্ণ দুই নম্বর বেবসা ফেদেছে। প্রতক্ষ কাজ করার অভিগতা থেকে বলছি। আজকে পারলে আজকে টাকা ফেরত নেন .

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

আহমেদ রোমেল বলেছেন: জমি কেনার আগে অবশ্যই প্রোজেক্ট ভিজিট করা উচিৎ। নিজে না পারলে অন্য কাউকে পাঠান। বাংলাদেশে এখন রিয়েল এস্টেট কোম্পানির অভাব নাই, কে আসল আর কে নকল এটা বোঝা খুব কষ্ট। তবে কিছু কিছু ব্যাপার এম্নিতেই বোঝা যায়, আমি আপনার দেয়া ওয়েবসাইটটি দেখে বুঝালাম, ওখানে উনাদের প্রোজেক্ট এর রিয়েল কোন ছবি নাই, উনারা 'রিহাব' এর মেম্বার না। রাজউক এবং গণপূর্ত মন্ত্রনালয়ের কোন অনুমোদন আছে কিনা সেটারও কোন উল্লেখ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.