নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরিফ৭১

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা....

শরিফ৭১ › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণকলি

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২

আমরা অবাক হয়ে পড়ি আমেরিকাতে কালো মানুষদের কষ্টের কথা।মার্টিন লুথার কিং এর বক্তব্য পড়ে এই কয়দিন আগেও চোখ ঝাপসা হয়ে ছিল আমার।কি অকথ্য নির্যাতন সহ্য করেছে আফ্র -আমেরিকান মানুষ গুলো।কোন প্রকার নাগরিক সুবিধা পেত না তারা।ভাল রেস্টুরেন্ট তাদের জন্য ছিল নিষিদ্ধ।তাদের জন্য ব্লাডি নিগার গালি ছিল অবধারিত। অবাক হয়ে সিনামা দেখি জেঙ্গো আনচেইন্ড,সেলমা ছবিগুল আর ভাবি কি খারাপ মানুষ ছিল ঐ সাদা চামড়ার মানুষ গুলো।
সেই কবে আফ্রিকার এক নেতা কালো মানুষদের জন্য কথা বলে জীবনের বেশিরভাগ সময় জেলে কাটিয়ে দিয়েছিল।কষ্টে কষ্টে জীবন পার করে দিয়েছিলেন নেলসন মেন্ডেলা নামের মানুষটা।তার জীবনী পড়ি আর ভাবি এত নিষ্ঠুর মানুষ হয় কি করে?শুধু মাত্র সাদা চামড়া বলে কালো মানুষদের উপরে অত্যাচার করে যাবে তারা!! ভাবি ঐ লোকগুলা খারাপ,ভাবি এখন আর ঐ দিন নাই,এখন দিন বদল হয়েছে!! ভাবি আমরা এই রকম না,আমাদের মাঝে এই রকম বর্নবৈষম্য নাই!! আমি বোধহয় চোখ বন্ধ করে ভাবতাম এই সব!! নাহলে এই রকম বোকার স্বর্গে বাস করি কি করে!! আমাদের মাঝে যে কি পরিমান কুৎসিত মানসিকতা লুকিয়ে আছে তা কল্পনাতীত।আমরা মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম পড়ব,মেন্ডেলার লং ওয়াক টু ফ্রিডম পড়ব,ইনভিক্টাস দেখব,টুয়েলব ইয়ার্স এ স্লেভ দেখব,দেখে চোখ লাল করে ফেলব কাঁদতে কাঁদতে কিন্তু চোখের সামনে যখন কালো কাওকে দেখব তখন শালা কাইল্লা বলে সম্বোধন করব।খুব বেশি হলে কালো কে আমরা ঐ পর্যন্তই ভাল বলব যতক্ষণ আমার কাছে না আসছে।আমাদের সমাজে কালো মেয়ের বিয়ে দিতে গিয়ে পরিবার বুঝতে পারে কি অভিশাপ তারা ভোগ করছে।এখনও আমাদের মা খালারা অজ্ঞান হয়ে যাবে যদি দেখে ছেলে কুচকুচা কালো এক মেয়ে কে পছন্দ করে বসে আছে!!আমার ধারনা ছিল সমাজে ছেলেদের অবস্থা মেয়েদের মত খারাপ না। কিন্তু আজকে এক অভিনেত্রীর বিয়ের ছবির নিচে মন্তব্য গুলো পড়ে বুঝলাম ছেলেদের অবস্থাও সুবিধার না।তুমি যত বড় ধঞ্চাই হউ, সমাজের চক্ষে তুমি কালা,কাইল্লা ভুত,বান্দর আরও না জানি কত কি!!!
সাদাদের চোখে যে আমরা সবাই কালো এই হুস আমাদের নাই।আমরা এই বাদামি রঙের মাঝে যে কত শেড তৈরি করছি আল্লাই জানে।আর সব শেডের মানুষই ছুটছি সাদা হওয়ার পিছনে।আরও সাদা,আরও সাদা...... যেন পৃথিবীর সব সৌন্দর্য সাদা রঙের মাঝেই নিহিত।মাঝখান থেকে রমরমা ব্যাবসা ত্বক ফর্সাকারি ক্রিমের!!
আচ্ছা,আমাদের শিক্ষায় কি কোন গলদ থেকে যাচ্ছে? আমরা কেন আজও মানুষকে মানুষ ভাবতে শিখলাম না?
জ্ঞান দাও প্রভু,ক্ষমা করো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.