![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম আর সংস্কৃতির দুইটাই অতান্ত শক্তিশালী বিষয়।কিন্তু কেউ শুধু ধর্ম নিয়ে থাকতে পারে না।সংস্কৃতির শক্তি কে অস্বীকার করার কোন উপায় নাই।ছোট্ট একটা উদাহারন দেই।ইসলাম মুসলমানদের চার বিয়ে করার অনুমতি দিয়েছে।এখন হিসাব নিকাশ করেও মানে যে যে বিষয় গুলো ঠিক থাকলে একজন চারটি বিয়ে করতে পারে তার সব ঠিক করেও যদি আমাদের দেশে কেউ চারটি বিয়ে করে তাকে আমরা ভাল চোখে দেখব না।কারন আমাদের সংস্কৃতি এইটা কে স্বীকৃতি দেয় না।একি ভাবে আরবে হরহামেসা যে কেউ চার বিয়ে করছে কারো তেমন মাথা ব্যাথা নেই এই ব্যাপারে।কারন তাদের সংস্কৃতি এ ব্যাপারে কোন বাধা নিষেধ দেয় নাই।আমাদের এখানে চার বিয়ে তো দূরে থাক দ্বিতীয় বিয়ে করলেও লোকে বাঁকা চোখে দেখবে আপনাকে। হুমায়ুন আহমেদের মত ব্যাক্তিত কেও কত উল্টা পাল্টা কথা শুনতে হইছে কিন্তু তিনি কি শরীয়তের বাইরে কিছু করেছিলেন?কিচ্ছু করার নাই, আমাদের সংস্কৃতি সমর্থন করে না এক বউ কে তালাক দিয়ে আরেকটা বিয়ে করার।
সংস্কৃতি আমাদের সব জায়গায় মিশে আছে,মুসলমানদের বিয়েতে এখন যত আচার অনুষ্ঠান পালন করা হয় তার বেশির ভাগ সংস্কৃতির অংশ,কেউ করুক দেখি গয়না ছাড়া বিয়ে বা টিপ ছাড়া বউ সাজাক দেখি!!
একিভাবে বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসব আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে।পহেলা বৈশাখ যেমন আমাদের সংস্কৃতির অংশ তেমনি ঈদ পুজাও বাঙালি সংস্কৃতির অংশ।তাই পূজাকে আরেক ধর্মের উৎসব ভেবে,এতে শুভেচ্ছা বিনিময় করলে জাত যাবে ভাবার কোন কারন নাই।আপনার ধর্ম বিশ্বাস আপনার কাছে কেউ তো আপনাকে আপনার ধর্ম বিশ্বাস পরিবর্তন করতে বলে নাই,তাহলে সমস্যা কোথায়?ধর্ম যার যার উৎসব সবার।সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা।
©somewhere in net ltd.