নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরিফ৭১

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা....

শরিফ৭১ › বিস্তারিত পোস্টঃ

বাংলা ছবির গল্প...

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৯



আমাদের সিনামার মূল সমস্যা আমার কাছে মনে হয় গল্প। কোন এক আজব কারনে আমাদের ছবিতে কিভাবে কিভাবে যেন আজগুবি গল্প এসে হাজির হয়। অথচ ফরেন লেগুয়েজ বিভাগে প্রতি বছর অস্কার নমিনেশন এবং অস্কার পাওয়া ছবিগুলির দিকে তাকালে যেটা সবার আগে মাথায় আসে তা হচ্ছে গল্প। কি অসাধারণ সব গল্প নিয়ে ছবি গুলি বানানো হয়। খুব যে বড় বাজেটের ছবি হয় তাও না।কিন্তু গল্প,পরিচালনা আর চমৎকার অভিনয়ের কারনে ছবি গুলি সবার পছন্দের ছবি হয়ে যায়। কিন্তু আমরা কেন জানি পারি না। কল্পনা শক্তির প্রচণ্ড অভাব দেখা যায় আমাদের ছবির দিকে তাকালে। আজগুবি গল্পের ছবিও যে চমৎকার ভাবে উপস্থাপন করলে তা দারুন হয়ে উঠে তা কেন জানি আমাদের পরিচালকদের মাথায় ঢুকে না। হিন্দি ছবির বলয় থেকে বের হতে আমাদের পরিচালকদের কোন ইচ্ছাই নাই বলে মনে হয়। হিন্দি ছবির মত চার পাঁচটা গান,ঢিশুম ঢাশুম ছাড়া যে ছবি হতে পারে এ কথা তাদেরকে কে বুঝাবে?ফারুকির ছবি ছবি না নাটক এ কথা বলার অনেক মানুষ আছে, তার সব কাজ বা তাকে নিয়ে আমার অনেক প্রশ্ন আছে কিন্তু এ কথা স্বীকার না করে উপায় নাই যে তিনি আলাদা ভাবে গল্প বলার চেষ্টা করেছেন। হিন্দি ছবির বলয় থেকে বের হয়ে। অমিতাভ রেজার প্রথম কাজ একই রকম ভাবে সেই বলয় থেকে বের হয়ে এসেছে। আগে তারেক মাসুদ, হুমায়ুন আহমেদ,তৌকির আহমেদ সেই গণ্ডি থেকে বের হতে পেরেছিলেন। তৌকির আহমেদের অজ্ঞাতনামা নিঃসন্দেহে এ বছরের মাস্টার পিছ বাংলা ছবি। একটু ভিন্ন ভাবে ছবি বানালে মানুষ ছবি দেখবে না বলে যারা মন করে তারা আসলে কিছু না বুঝেই এমন মনে করে বলে আমার ধারনা।মেড ইন বাংলাদেশ বা আয়নাবাজি তার সব চেয়ে বড় উদাহরণ।
কিন্তু কথা হচ্ছে আমরা গল্প খুঁজে পাই না কেন? আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কয়শ ছবি বানানো যাবে তার কোন ধারনা আছে? এখন পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কেন আমরা আন্তর্জাতিক মানের একটা ছবি বানাতে পারলাম না? আমি জানি না কেন বানাতে পারি নাই আমরা। বাজেট? প্রচুর গোলা গুলি ছাড়া ছবি বানানো সম্ভব না? কি আজব ধারনা!! কর্নেল তাহেরের পাকিস্তান থেকে জীবন হাতে নিয়ে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া নিয়ে একটা ছবি বানাতে কত বাজেট লাগবে? কিংবা সায়মন ড্রিং এর ঢাকা থেকে গণ হত্যার ভিডিও ফুটেজ লুকিয়ে নিয়ে দেশ ত্যাগ করা নিয়ে একটা ছবি বানাতে কত লাগবে?কয়টা বলব? বাল্টিমোরে সাধারন মানুষ ডিঙ্গি নৌকা নিয়ে বিশাল বড় জাহাজ কে ঘিরে ফেলেছিল যাতে করে জাহাজ পাড়ে ভিড়তে না পারে। কারন তারা জেনে ছিল এই জাহাজে অস্ত্র বোঝাই করা হবে বাংলাদেশে যুদ্ধে পাকিস্তান কে সাহায্য করার জন্য। একটা সিনামা হতে পারে না এটা নিয়ে (একটা ডকুমেন্টারি বানানো হয়েছে এটা নিয়ে)।ফরাসি নাগরিক জঁ ক্যা আমাদের যুদ্ধের জন্য পাকিস্তানি এয়ার লাইন্সের বিমান ছিনতাই করে ছিলেন। বিনিময়ে চেয়েছিল ২০ টন ওষুধ চিকিৎসা সামগ্রী আমাদের শরণার্থীদের জন্য।তিনি ধরা পড়েন এবং দুই বছর জেল খাটেন।একটা মুভি হতে পারে না তাকে নিয়ে?বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কে নিয়ে ছবি বানাতে বিমান যুদ্ধ দেখাতে হবে, ম্যালা টাকা(!!) টাকা লেগে যাবে। তাই ছবি বানানো সম্ভব না। কিন্তু আমাদের একজন বীরশ্রেষ্ঠ একটা চতুর্থ শ্রেণীর গোরস্তানে শুয়ে ছিল আর তার কবরের উপরে পাকিস্তানিরা লিখে রেখেছিল ‘ইহা ছো রাহা হে এক গাদ্দার’ !! তার লাশ বাংলাদেশে ফেরত নিয়ে আসা,কূটনীতিক পর্যায়ে নানা দৌড়ঝাঁপ এ সব কিছু নিয়ে একটা ড্রামা জনারের ছবি বানাতে কি খুব বাজেট লাগবে?আর কত বলব? ক্র্যাক প্লাটুন, অপারেশন জ্যাকপট, কামালপুরের যুদ্ধ কত কত গল্প কত কত কাহিনী শুধু আমাদের মুক্তিযুদ্ধ নিয়েই আছে। আর আমাদের পরিচালকরা ছবি বানানোর সময় শুধু খুঁজে পায় চমৎকার ব্যাকগ্রাউন্ডে নায়িকার কোমর দুলিয়ে নাচ,দেড় দুইশ সখী নিয়ে উদ্দাম নাচ, দশ তালা বিল্ডিং থেকে লাফিয়ে পড়া কিংবা নিম্ন মানের গ্রাফিক্সের মাধ্যমে বুকের মধ্যে থেকে হার্ট বের করে আনা!!

আমি জানি এ সব ছবি বানাতে যা লাগবে তা হচ্ছে প্রচণ্ড দেশপ্রেম।আর এও বুঝা শেষ এখনকার পরিচালকদের এই সব গল্প নিয়ে ছবি বানানোর কোন ইচ্ছাই নাই এবং কঠিন সত্য হচ্ছে তাদের মুরোদও নাই।তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম। এমন একজন পরিচালকের আশায় থাকলাম যে অন্তত মাসুদ রানা নিয়ে ছবি বানানোর সময় গানের লোকেশন খুজবে না!! এমন একটা ছবি বানাবে সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে সেই ছবি দেখবে,আমাদের ইতিহাস নিয়ে চিন্তা করবে। আপাতত মাসুদ রানার নাচ দেখা ছাড়া কিচ্ছু করার নাই আমাদের।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> যারা চা খিলাতে খিলাতে ছবির চিত্রনাট্য লিখে ফেলেন তাদের কে এই সমস্ত খুতবা শুনিয়ে কি লাভ হবে!

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেধাবী গল্পকারের অভাব। তা' ছাড়া চলচ্চিত্রের সব শাখাতেই অযোগ্য লোকজন কাজ করছে। ছবি ভালো হবে কী করে?

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

আখেনাটেন বলেছেন: সুন্দরভাবে লিখেছেন। সত্যি কথা বলতে কি, হয় দেশে এখন ভালো মানের কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচিয়তা নেই, নতুবা থাকলেও সিনেমার এই দুরবস্থা দেখে লেখার সাহস সঞ্চয় করতে পারছেন না।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

শূণ্য পুরাণ বলেছেন: চলচ্চিত্রের গল্পকার অার পরিচালকের ঘাটতি মেটাতে হবে, তাহলে ভাল ছবি অাশা করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.