নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরিফ৭১

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা....

শরিফ৭১ › বিস্তারিত পোস্টঃ

বিড়ম্বনা...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০

আমার কানে কোন সমস্যা নাই তা আমি জানি। কিন্তু এতদিনের বিশ্বস্ত কান মাঝে মাঝেই আমাকে বিপদে ফেলে দেয়।যদি আমি কানে কম শুনতাম তাহলে কোন সমস্যা থাকত না। ঠিকঠাক শুনি কিন্তু বেকায়দা সময়ে দুই একটা বর্ণ উল্টা পাল্টা শুনি। এর সমাধান কি আমি জানি না। কিন্তু এর যে কি বিড়ম্বনা তা আমি হাড়ে হাড়ে বুঝি।দুই একটা উদাহরণ দিলেই বুঝবেন।বেশ কয়েক বছর আগে আমার এক পাড়াত বোনের বিয়ের জন্য ছেলে পক্ষ এসেছে। বাড়ির মুরুব্বিদের কথা বার্তা শুনে বুঝলাম ছেলে আগে কোথাও এই আপু কে দেখেছে, তারা আসলে পরে জানা যাবে কবে কোথায় দেখেছে।তো তারা আসল, চা পানি, মেয়ে দেখা সব যখন শেষ তখন কথা উঠল যে তারা মেয়ে কে কোথায় দেখেছে আগে? আমি অবাক হয়ে শুনলাম এই আপু রাস্তায় হাগতেছিল তখন নাকি ছেলে দেখেছে!!! আমি কোন মতেই বিশ্বাস করতে পারছিলাম না এই আপু রাস্তায় কেন হাগতে যাবে। আবার খুব অবাকও হচ্ছিলাম না। কারন যে সময়ের কথা বলছি তখন মফস্বলে সবার বাড়িতে স্যানিটারি ব্যবস্থা ছিল না।কেউ কেউ রাস্তার পাসে, খেতের আইলে রাত বিরাতে চলে যেত।আমি এ ক্ষেত্রেও এই রকম কিছু ভেবে খুব বেশ অবাক হইনি। আমার কাছে বেশি অবাক করা ব্যাপার লেগেছে সবাই দেখে ব্যপারটাকে তেমন একটা পাত্তা না দিয়ে আবার ভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করে দিল।যেন এটা খুব স্বাভাবিক যে একজন মেয়ে রাস্তা হাগবে আর একজন ছেলে তা দেখে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসবে।আমার মন জগতে যখন উথাল পাথাল চলছে তখন আর থাকতে না পেরে আমার বড় বোন কে জিজ্ঞাস করেই ফেললাম, সাবিনা আপু কে কোথায় দেখছে বলল? আপা বলল, বলল, শুনলি না? রাস্তায় হাঁটছিল তখন নাকি দেখছে। আমার হা করা অবস্থা দেখে আপা বুঝে ফেলল যে আমি উল্টা পাল্টা কিছু মনে করে ছিলাম, তিনি যখন আমাকে চেপে ধরলেন যে আমি কি মনে করে বসে ছিলাম বলার জন্য ততোক্ষণে আমি সামলে উঠেছি এবং হে হে করতে করতে দ্রুত পরিস্থিতি থেকে প্রস্থান করেছিলাম।

এই রকম মারাত্মক মারাত্মক সমস্যা আমাকে প্রায়ই পড়তে হয়। মিল্কি কে সিল্কি, সান্টা কে ফান্টা শুনে বন্ধুদের কাছে অপদস্থ হইছি বহুবার।কিন্তু জীবনের সেরা ভুল শুনেছিলাম আমার হইলেও হতে পারত বাচ্চার মার কাছে। হয়ত জীবনটা এমন থাকত না, লাইফ হয়ে যেত এত দিনে। কিন্তু যতক্ষণে বুঝেছি কি করেছিনু ভুল ততোক্ষণে তার মামাতো করে ফেলছে কম্ম কাবার।
কিছু না, সিম্পল কাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। কথা শুরু হয় কিছুদিন পরেই। প্রেম প্রেম যখন তুঙ্গে তখনো আমি জানি না এই মেয়ের বাড়ি কোথায়?একবার শুনেছিলাম ময়মেনসিং এ। আমি কথা বলে যাই বলে যাই শুধু। যখন হঠাৎ কথা বার্তায় মামাতো ভাই ঢুকে যাচ্ছিল প্রায়ই তখন ভাবলাম এবার দেখা করা দরকার।যেহেতু অনলাইনে পরিচয় এবং অনলাইনের বাহিরে আমাদের কোন বাস্তব ভিত্তি ছিল না তাই আমি বারবার ওকে বলছিলাম যে কোন কিছু যদি আমার অজানা থাকে তাহলে এখনো জানাও। আমি সব কিছুই মেনে নিতে রাজি আছি কিন্তু তা চূড়ান্ত কিছু করার আগেই, পরে কিছু যেন না শুনি। ও হাঁসে আমার কথা শুনে।বলে তোমার কাছে গোপন কি করব? গোপন করলে পরে তো আমারই সমস্যা। ম্যালা প্যাচালের পর আমি বললাম আমি ময়মেনসিং আসতে চাচ্ছি দেখা করার জন্য, ময়মেনসিং এ তোমার বাড়ি কোথায়? ও আমাকে বলল জায়গার নাম। আমি মফস্বল থেকে বড় হওয়া মানুষ। আমাদের কে সব সময় বলে দেওয়া হয় যে এই সব মোবাইল, ফেসবুকে যে সব মেয়েরা প্রেম করে তারা সুবিধার না। এই সব বস্তা পচা চিন্তা ঝেড়ে ফেলে আমারা একটু একটু করে সামনে যাচ্ছি কিন্তু পুরোপুরি মনে হয় ঝেড়ে ফেলতে পারি নাই এই সব।যার কারনেই কি না কে জানে, আমি শুনলাম সে বলছে খানকি পাড়ায়।আমি ঝপ করে ফোন কেটে দিলাম।দিলে কিল মেরে প্রেমের যন্ত্রণার কয়দিন কাটিয়ে যখন মোটামুটি স্বাভাবিক হলাম তার কিছুদিন পরে জানলাম ময়মেনসিং শহরে একটা জায়গার নাম আছে সানকি পাড়া।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯

আতিক রহমান (স্বপ্ন) বলেছেন: হাগার কথা পড়ে মনে করেছিলাম নিচে মনে হয় আরো বেশি মজা হবে। কিন্তু সেটা আর হলনা। দুঃখজনক

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

অতৃপ্তনয়ন বলেছেন: ভালই লাগলো সমস্যা গুলো।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১

রাজীব হাসান শোলক বলেছেন: হাহা . বেশ ভালো লিখেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.