নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

একটা ছোট সাজেশন- সামুর জন্য

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২১

একটা ছোট সাজেশন- সামুর জন্

সামহোয়ার ইন ব্লগ (সামু) কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি-

১/ সামুর মূল পেজটার Pixel টা বাড়ানো উচিত।

২/ মাসিক একটা কুইজের আয়োজন করা উচিত।

৩/ ডানদিকে একটা ফটো গ্যালারী নামে একটা কনটেন্ট থাকা দরকার।

৪/ ফ্রিকুইনল্টি আসকট কোয়েশন একটা বাটন ডান অথবা বামে অথবা নিচে থাকা দরকার । (নতুন ব্যবহারকারীরা এতে উপকৃত হবে।)

সামুর অন্য সদস্যরা ও প্লিজ কিছু সাজেশন দিন।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার সাজেশন এখানে

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভাল সাজেশন

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

জানা বলেছেন:


@ শরীফ মাহমুদ ভূঁইয়া,

৪ নম্বর সাজেশনটায় যা চেয়েছেন তা আমাদের রয়েছে। ক্যালেন্ডারের ঠিক পরের বোতামটি চেপে দেখুন। ওখানে কিছু বিষয় আছে যা আপনার চাওয়া পুরণ করতে পারে :)

৩ নম্বরে একটি ফটো গ্যালারীর কথা বলেছেন। লক্ষ্য করুন, ব্লগের ডান দিকের মাঝামাঝি জায়গায় টপিক ব্লগের জন্যে 'বিষয়ভিত্তিক ব্লগ' নামে একটি বোতাম আছে। ওখানে অন্যান্যা বিষয়ের পাশাপাশি ফটোব্লগেরও একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। আপনার ফটো ব্লগটি সমৃদ্ধ করতে পারেন ওখানেই। :)

২ নম্বরে একটি মাসিক কুইজের কথা বলেছেন। ভাল আইডিয়া। কিন্তু ঠিক এই মুহূর্তে এইরকম আয়োজনের জন্যে আমার কিছু প্রতিবন্ধকতা রেয়েছে তবে, আশা করি ভবিষ্যতে আমরা এটা করতে পারবো। মাসে একবার না হলেও ছ'মাসে একবার করার কথা ভাবা যেতে পারে।

১ নম্বরে পিক্সেল বাড়ানোর কথা বলেছেন। বিষয়টি ঠিক বুঝতে পারিনি। কারণ আমাদের ফন্ট এবং সাইজ এখন যা আছে সেটা চোখের জন্যে যথেষ্ট আরামদায়ক এবং স্পষ্ট। এর চেয়ে বড় করতে গেলে তা নানান অসুবিধার সৃষ্টি করতে পারে। তবুও আপনার পরামর্শটি মাথায় রাখছি। অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন সবাই।

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সামুতে ট্রেন্ডিং একটা অপশন চালু করা যেতে পারে, যেমনটা টুইটারে আছে , হ্যাশট্যাগ জাতীয়।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

যমুনার চোরাবালি বলেছেন: আচ্ছা, বেশতো।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: পিক্সেল বলতে পেইজ এর প্রস্থ বুঝাতে চেয়েছি ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো সাজেশন ভ্রাতা । উত্তরগুলো তো পেয়েই গেছেন :)

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সামহোয়ার ইন ব্লগের প্রথম পাতায় অসংগতি-
ব্যবহারীদের ছবি ব্লগের লেখার সাথে এটে যাচ্ছে ।
আমি প্রথম পেইজের একটা স্ন্যাপ নিয়েছি কিন্তু মন্তব্যে ছবি এড কিভাবে করব???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.