নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) শিক্ষার মান অনেক ভাল। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের আ্যলুমনাইয়ের সংখ্যাও অন্যান্য প্রাইভেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। ইঞ্জিনিয়ার'স ইন্সিটিউশন অব বাংলাদেশ (আইবি) সহ আরো অনেক প্রফেশনাল অরগাইনেজন এর আ্ক্রিডেশন রয়েছে। আরো বিস্তারিত- আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩

লিরিকস বলেছেন: ভাইয়া আমি এই গানটার ইংরেজী পেয়েছি, কিন্তু অনুবাদটা পড়ে তেমন কিছু মনে হয় নি, মানে বাংলাটায় যেমন আবেগ রয়েছে তেমন না। শুধু অনুবাদই..

স্বপ্ন দেখব বলে
(svapna dekhba bale)

আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ ।
আমি শুনেছি সেদিন তুমি
নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ ।
আমি কখনও যাই নি জলে
কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও -- বলো,
নেবে তো আমায়

আমি শুনেছি সেদিন তুমি
তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি
অনেক জটিল ধাঁধা না-বলা অনেক কথা
কথা তুলেছিলে কেন শুধু শুধু ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
বলো, কোথায় গিয়ে।

আমি শুনেছি তোমরা নাকি
এখনও স্বপ্ন দেখ, এখনও গল্প লেখ
গান গাও প্রাণভরে
মানুষের বাঁচামরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দুহাত পেতেছি
আমি দুচোখের গহ্বরে
শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না
স্বপ্ন দেখব বলে আমি দুচোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে
আমি দুহাত পেতেছি
তাই স্বপ্ন দেখব বলে আমি দুচোখ পেতেছি



begging for dreams


the other day i heard,
how you rode out on an ocean wave
to touch the blue-water horizon;
i also heard how
you traced the salty-foam edge
walking far, far away.
i've never been to the ocean
never floated off on the blue
i've never laid eyes on
an outspread-wing sea eagle —
when next you go sea-bathing
please take me along.
you will, won't you?

another day i heard
how you, yourself and you
had a bull session together
spoken unspoken so much you talked
puzzles, jokes, anecdotes
everything under the sun...
o what use is this endless
rush through the same words
over and over again
living for one's own selfish sake
without love, how lonely it becomes
o where do i find peace
you must tell me.
you will, won't you?

i have heard that you guys
still dream dreams
you still write poems
sing songs fullthroat.
the joys and sorrows of others
still give you pause.
and when you fall in love
it can still bloom a rose.
disillusioned, i come to you today —
a beggar: all i see is unending emptiness
at night in deepest sleep
i never dream dreams.
so i've come to you
begging with my eye-bowls
i want you to fill them
with dreams.
you will, won't you?


লিংক

২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এটা কি ট্রান্সলেটর এর মাধ্যমে করা নাকি কেউ বাংলা থেকে অনুবাদ করেছে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.