| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরীফ মাহমুদ ভূঁইয়া
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
ছিনতাইকারীর খপ্পরে - নগদ ৯০০০ হাজার টাকা ও মোবাইল খোয়ালাম ১.০০টায় । আজ রিকশায় দিনে দুপুরে বেলা একটায় (১টা) দুইজন ছিনতাইকারীর কবলে পড়ে নগদ ৯০০০ টাকা ও সামস্যাং মোবাইল খোয়ালাম সাথে কিছু উত্তম মধ্যম ফ্রি হিসেবে খেলাম টাকা দিতে দেরি হওয়ায়। দিনে দুপুরে আইন-শৃঙ্খলার অবস্থার চরম খারাপ পরিনিতির আমরা সাধারন জনগণ অসহায়।
২|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ওরা দুইজন ছিল, সাথে বড় একটা ড্রেগার ছিল, সাথে কেউ ছিল না (আমি একা ছিলাম) , থানা পুলিশে বললে কিছু হবে???
৩|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪
ইফতেখার কাদির বলেছেন: so sad
থানায় গিয়া কিছু হইব বইলা মনে হয়না। তারপরেও যোগাযোগ করতে পারেন।
৪|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: মোবাইল ফোনটা কি কোনোভাবে উদ্ধার করা যাবে????
৫|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮
হাসানস০০৭ বলেছেন: আইন-শৃঙ্খলার অবস্থার চরম খারাপ পরিনতি না আইন-শৃঙ্খলার অবস্থার চরম উন্নতির জোয়ার ।
৬|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: চরম উন্নতিই বটে, অর্থমন্ত্রী বলেছেন- চাঁদাবাজকে অর্থ না দিলে কাজ করা কষ্টসাধ্য।
Finance Minister Comment
৭|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৪
শাহ আজিজ বলেছেন: আপনার মোবাইল উদ্ধার হওয়ার কোন সম্ভাবনা নেই।
পুলিশে গেলে বরং বিপদ বেশী ।ওরা বলবে শালার পুতেরা আপনাকে জামা প্যান্ট শুদ্ধা ছাইড়া দিছে? অইগুলান এইখানে খুইলা যান -----------------আপ্নারে তোঁ বিধর্মী মনে হইতাছে ।
খুব কঠিন মজা করলাম না?
কিন্তু এটাই চরম সত্য ।
৮|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে আপনার বিরুদ্দ্বে মামলাও হইবার পারে ।
৯|
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩
লিরিকস বলেছেন:
১০|
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: জীবনে প্রথম ট্রিগারট ড্রেগার দেখলাম। আল্লাহ তুমি ছিনতাইকারীদের হেদায়ত দান কর।
১১|
১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
সুমন কর বলেছেন: কোথায় ???
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বলছেন??????????????????
সাথৈ কেউ ছিল না?
ওরা কয়জন ছিল? টহল পুলিশ বা থানায় যোগাযোগ করেছেন?????