নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
বাংলাদেশে সরকারী চাকরির নিয়োগ কি মেধা অনুযায়ী হয়। নাকি টাকা অথবা মামার জোরে হয়। বাংলাদেশে সরকারীর চাকরির নিয়োগ পদ্ধতির প্রথম ধাপে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভার মুখোমুখি হতে হয়। আমার প্রশ্ন হচ্ছে এ নিয়োগ প্রক্রিয়া কি স্বচ্ছ না অস্বচ্ছ। লিখিত পরীক্ষার নাম্বার আর পজিশন প্রকাশ করা হয় না কেন? দুর্নীতির মাধ্যমে যদি সরকারী চাকরিতে নিয়োগ প্রদান করা হয় তাহলে পরবর্তীতে যারা দুর্নীতির মাধ্যমে যোগদান করেছেন তারা দুর্নীতিতে জড়িয়ে পড়বেন।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
মিজভী বাপ্পা বলেছেন: হ ভাই টেকার মেধা অনুযায়ী। যার যত্ত টেকা ও ক্ষেমতা তার সরকারী চাকরি তত তাড়াতাড়ি
আর আপনার ধারণা সঠিক। আর যে ঘুষ দিয়ে চাকরি তে ঢুকে সে তো তার প্রায় কিছু না কিছু বিক্রি বা যে করেই ঢুকে। এখন সে টাকা তো আর সরকারী বেতনে তুলতে হলে দু জন্ম ও কম পরবে। তাই আর কি শর্টকাট পদ্ধতি অবলম্বন করে সরকারী গাধারা।
তাছাড়া ভাই এটা চিরন্তন সত্যের মত মনে রাইখেন, হারামের টাকা কোন দিন আরাম দেয় না। কোন না কোন ওয়েতে ঐ টাকা শেষ হয়ে যাবে।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১২
মুদ্দাকির বলেছেন:
আপনি কি মনে করেন নম্বর প্রকাশ করলেই মামা চাচার প্রভাব থেকে বের হওয়া যাবে??
৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২০
সজীব বলেছেন: :-< :-< :-<
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৬
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: নম্বর এবং মেধা তালিকা প্রকাশ করলে অনেকাংশে দুর্নীতি কমে যাবে।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা , এককথায় বলবো ?
'না'
ভালো থাকবেন
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০
আসিফ করিম শিমুল বলেছেন: রাইট
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩
টুম্পা মনি বলেছেন: বাংলাদেশে আজকাল বেশি ভাগ কিছু হয় ''ম'' এর জোরে। ''ম'' ফর মামা। কখনো কখনো খুব সৌভাগ্যবানদের ক্ষেত্রে ''ম'' ফর মেধাও হতে পারে।