নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
২ কোটি রুপি বেতনে ফেসবুকে চাকরি ভারতীয় তরুণীর - খবরটি আজকের দৈনিক সমকালে পড়লাম (লিংক- http://www.samakal.net/ । খবরটি পড়ে এটার তথ্যসত্রটা দেখলাম দেয়া আছে - এনডিটিবি। সরাসরি এনডিটিবির সাইটে গেলাম। এর আগে গুগল আরেকজন আইআইটি স্টুডেন্টকে ১.৭ কোটি রুপির জব অফার করেছিল। লিংক- article-iit-bombay-student-bags-rs-2-cr-package-from-facebook
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২
কহেন কবি কালিদাস বলেছেন: ভাই ঢাকাবাসী - সফটওয়্যার ফার্ম এ এই ধরনের ফিগার এক্সপার্টরাই পায় । আর গুগল, মাইক্রোসফট,ফেসবুক , ইয়াহু, ফায়ারফক্স এই সব জায়গায় যারা জব করে তাদের বেতন আমাদের কাছে অনেক অস্বাভাবিক বলে মনে হলেও ওদের কাছে স্বাভাবিক । আর ইউএসএতে অর্থ উপার্জন এর দিক থেকে সেরা দশ এর মধ্যে একটা হল তথ্যপ্রযুক্তি পেশা ।
ইন্ডিয়ার কথাই ধরুন । ওদের ওখানে এখন এন্ট্রি লেভেল এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেতন আছে ১ লাখ রুপি পর্যন্ত । এর ফলও ওরা পাচ্ছে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
ঢাকাবাসী বলেছেন: আইটি.. সফটওয়ার এ এক্সপার্টদের বেতন ওরকমই শুনেছি। তবে ফিগারটা আমার কাছে অবাস্তব মনে হয়!