নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ঘুষ উৎসবের শস্যভূমি আমাদের সরকারী অফিসগুলান

২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

বাংলাদেশ প্রতিদিনে সাইদুর রহমান রিমনের বিশেষ প্রতিবেদন - ঘাটে ঘাটে ঘুষ উৎসব। ঘুষ লেনদেনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। সরকারী চাকুরীজীবীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলা মূলত দেয়া হয় জনগণের উপর অর্পিত ট্যাক্স-ভ্যাট থেকে। সরকার দিন-দিন বিভিন্নভাবে জনগণের উপর বিভিন্ন নামে ট্যাক্স চালু করছে। কিন্তু এ টাকার নেই কোন জবাবদিহিতা। সময় এসেছে আমাদের কষ্টার্জিত টাকার হিসেব নেওয়ার। প্রতিবেদনটিতে উঠে এসেছে - অবস্থা এমন দাঁড়িয়েছে, ঘুষ না দিলে মন্ত্রীর চাকরির সুপারিশও অনেক সময় কার্যকর হয় না। ঘুষবাণিজ্য রীতিমতো ‘প্রাতিষ্ঠানিক বৈধতা’ পাওয়ার পর্যায়ে। এভাবে চলতে থাকলে মন্ত্রীরাও একসময় এসব আমলা, সরকারী চাকুরীজীবিদের কাছে অসহায় হয়ে পড়বেন। আমাদের বিমানবন্দরের ঘুষ লেনদেনের পরিনাম ও উঠে এসেছে এ প্রতিবেদন।
প্রতিবেদনের লিংক- backhander ইন বাংলাদেশ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

নিলু বলেছেন: সুশাসনের অভাব , আমরা শুধু গৌড় দৌড়ের মত ছুটছি , চাহিদার যেন শেষ নেই ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: চাহিদা মেটানোর জন্য আমরা বৈধ অবৈধ কোনো কিছুর তােয়াক্কা করি না, আর অল্প পরিশ্রমে বেশি লাভ চাই আমরা। মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

আহলান বলেছেন: আগে ঘুষখোররা নিজেদেরকে আড়ালে রাখতেন, কিছুটা হলেও শরম করতেন অঘুষখোরদে থেকে। কিন্তু এখন ঘুষ না নেয়াটাই যেনো লজ্জাকর হয়ে দাড়িয়েছে, ঘুষ না গ্রহণই যেনো নিজের ব্যর্থতা বলে পরিগনিত হয় ...দূর্বলতা মনে হয়

অধিকাংশ সরকারী চাকরীর বেতন কাঠামো চলার মতো নয় ...মানুষ সংসার চালাবেই বা কিভাবে .... কোন কিছুর সমন্বয় নাই এই দেশে ...আয়ের এবং ব্যয়ের সমন্বয় নাই, সরকারী পদের সাথে বেসরকারী পদের কোন সমন্বয় নাই, এমনকি বেতন ভাতার ক্ষেত্রেও .... সুতরাং যে যার মতো করে চালিয়ে যাচ্ছে .. .. ..

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: একটা লাগাম টেনে দরকার।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে করাপটেড জাতি হলাম আমরা। এত ঘুষখোর সরকারী অফিসার আর কোথাও নেই।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: করাপশেন এর বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন দেশটাকে দুর্নীতিমুক্ত করতে সবাই মিলে কাজ করি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে দুর্নীতির খারাপ দিকগুলা তুলে ধরতে হবে।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

হামিদ আহসান বলেছেন: ঘুষ বলবেন না ..................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.