নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
অফিসের ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করে যারা ব্লগিং করেন তাদের নামের তালিকা বের করার জন্য শীঘ্রই বাজারে আসুকের
নতুন সফটওয়্যার আসিতেছে। সো বাবাজিরা সবাই সাবধান হয়ে যান।
বিভিন্ন কর্পোরেট অফিসের হর্তাকর্তারা ইতি মধ্যেই সফটওয়্যারটি নেওয়ার জন্য আসুক বরাবর আবেদন জমা দিয়েছেন।
আসুক সূত্রে জানা যায়, তাদের ইন-জানোয়াররা ( ইঞ্জিনিয়ার) ইতিমধ্যেই সফটওয়্যারটির ৯৯ শতাংশ কাজ শেষ করে ফেলেছেন। আসুক কর্তৃপক্ষের আশা ছিল সালমান খানের বজরঙ্গি ভাইজান মুভির সাথে একসাথে সফটওয়্যারটির বাজারজাত করার। কিন্তু কিছু যান্ত্রিক ক্রটির কারণে সেটা আর হয়ে উঠেনি।
বি:দ্র: সামুর ব্লগারদের চিন্তার কোনো কারন নাই, সামু কর্তৃপক্ষ অবশ্যই তার চেয়ে উন্নত কোনো সফটওয়্যার ব্যবহার করে তার ইউজারদের তালিকার বাইরে রাখতে পারবে।
২| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই ম্যাক্সিমাম কর্পােরেট অফিসে ফেবু বন্ধ ।
৩| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: মোবাইল ফোন, মোবাইল নেট ইউজ করেন। এইসবের উপর কোনো চুদুরবুদুর চইলতোনা।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
সুমন কর বলেছেন: শুধু ব্লগিং.... আরে ব্যাটা ফেবুটা বন্ধ কর আগে !!!