![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলা ইম্পর্টেন্ট লেকচার ক্লাস ৮টায়। আমি ঘুম থেকে উঠে দেখি নয়টা
ভাবলাম আজকে ভার্সিটিতে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। পেপার পড়ছিলাম। হঠাৎ দেখি এক কিশোরীর মাঠ দিয়ে হেটে যাওয়া সরিষা ক্ষেতের ছবি। কলিজাটা হু হু করে উঠলো। আমার বন্ধুকে ফোন করলাম। চল মানিকগঞ্জ যাবো। সে বুঝলোনা কেন?
তাকে বললাম সরিষা ক্ষেত। অনিচ্ছা স্বত্তেও আমার সাথে রওয়ানা হলো। আমরা যাচ্ছি গুলশান থেকে মাত্র ৩৫ কিমি দূরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানায়। ঢাকা থেকে মিরপুর আমিন বাজার রোড হয়ে হেমায়েতপুর। হেমায়েতপুর থেকে ডান দিকে সিঙ্গাইর হেমায়েতপুর সড়ক। ৮/১০ কিলো ভিতরে গেলে বুঝবেন আপনি মনে হয় হলুদের সাম্রজ্যে এসে পড়েছেন। আহারে এত সুন্দর কেন।
সিঙ্গাইর আমাদের বাংলার মাটির শিল্পি সংসদ সদস্য মমতাজের গ্রামের বাড়ী। সিঙ্গাইর দুটি কারনে মানুষ চিনে একটি মমতাজ অপরটি রবিশস্যের ভুমি। বাকী গুলা জানি না।
আমার পটর পটর আপাতত বন্ধ। এবার আপনারা দেখুন সেই স্বর্গীয় সৌন্দর্য।
ছবিগুলো আমার গ্যালাক্সি এস ২ দিয়ে তোলা। যাদের ভালো ক্যামেরা আর ভালো ছবি সেন্স আছে তাদের জন্য এর চেয়ে ভালো যায়গা আমার জানা নাই
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
এস এইচ খান বলেছেন: ++
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
এম ই জাভেদ বলেছেন: চক্ষে খালি সরিষার ফুল দেখতাছি !!!!!!!!
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
চীড়া মুড়ী বলেছেন: দেশটা আসলই অনেক সুন্দর
অশাধারন…+++++
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
কালোপরী বলেছেন: চমৎকার
+++++++++