নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় দল জামাত ইসলামী আর আপনার ?? :-P :-P :-P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

জামাত শব্দের অর্থ হলো জোট বা সংঘ আর ইসলাম মানে হলো শান্তি। আর এ ইসলাম আল্লাহর মনোনিত একমাত্র জীবন বিধান। তাই বলা চলে ইসলামের কোন জোট হতে পারেনা। কারন ইসলাম একটাই। বরং জামাতুল মুসলেমীন বা মুসলমানদের দল নামে দল হতে পারে।

জামাত ইসলাম নামটি ইসলামের মূল দাবীর সাথে সাংঘর্ষিক।



১৯৭১ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের বিপরীতে যাদের অবস্থান ছিলো, স্বাধীন সোনার বাংলাদেশে তাদের রাজনীতি করা মোটামুটি বেহায়ার পর্যায়ে পড়ে, যদিও জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মউদূদী মনে করতেন ইসলামের স্বার্থে যে কোন উৎস থেকে আগত অর্থই ব্যবহার করা যায়, এ আদর্শ ধারনের কারনে জামাত প্রতিষ্টার সময় অনেক কালো এসেছিলো তাদের ভান্ডারে, কালো টাকায় যারা প্রতিষ্টা পায় তাদের থেকে আসলে এর চেয়ে ভালো কিছু আশা করা যায়না।



তবে ব্যক্তি শরিফ কাদরি মনে করে জামাতের ২/৪ জন নেতাকে ধরে সরকার আসলে জামাতের ক্ষমতাকে কোন ভাবেই কমাতে পারবেনা কারন জামাত বর্তমানে বিশ্বের যে কোন সংঘবদ্ধ দলের সাথে তুলনীয় একটা দল। যাদের কোন নির্দিষ্ট নেতার উপর নির্ভর করতে হয়না।



সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের পায়তারা না করে যদি মন থেকে জামাত নির্মূলের চেষ্টা করতো সত্যি জাতি এক অভিশাপ থেকে মুক্তি পেতো। কিন্তু আওয়ামীলীগকে এত বোকা ভাবার কারন নাই,ভোটের রাজনীতিতে তারা যখন এরশাদের মত লুইচ্ছাকে সংগে নিয়েছে, জামাতের মত কাল সাপকে সংগে নিলে অবাক হবার কিছু থাকবেনা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

খালি খিদা লাগে বলেছেন: দেখি কয়জন পুরা পোস্ট পড়ে আর কয়জন শিরোনাম দেখে কমেন্ট করে :| :|

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: সামুতে এখন আর ইমন জুবায়েররা লেখেনা, লেখে নতুন আনকোরা কিছু ব্লগার যারা ফেবু আর ব্লগের পার্থক্য বুঝেনা। আমি ও আসিনা খুব একটা, খালি গালাগালি আর অশ্লীল বাক্যের চারন ভুমি হয়ে গেছে ব্লগটা।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

এম এস এস মামুন বলেছেন: এরা ইসলামকে পণ্য বানিয়ে ফেলেছে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

শরীফ মহিউদ্দীন বলেছেন: পন্য নয় হাতিয়ার।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

টাইটান ১ বলেছেন: ভালো বলেছেন। কে ভালোবাসছে দেশকে? আমরা ব্লগাররা ছাড়া কেউ দেশ নিয়ে ভাবছেন না।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

শরীফ মহিউদ্দীন বলেছেন: কেউই ভাবেনা। না সরকার না বিরোধি দল

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

আলো চাই বলেছেন: Salam= shanti
Islam= ALLAHr anugotto kora, attosomorpon kora,dashotto kora etc.

So, info thik koren.

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: Islam is a verbal noun originating from the triliteral root s-l-m which forms a large class of words mostly relating to concepts of wholeness, safeness and peace

source : wikipedia

http://en.wikipedia.org/wiki/Islam

ভাই আমার লেখায় কোন ভুল নাই আপনারটাও নাই। একটা শাব্দিক অর্থ আরেকটি ধর্মীয় সংজ্ঞা ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

১১স্টার বলেছেন: ভালা কইচেন।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

বিডি ফুল বলেছেন: কত বার গেলো জামাতের সাথে আরেক বার সাথে নেয়ার জন্য এই সব নাটক!!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

শরীফ মহিউদ্দীন বলেছেন: আমারও তাই মনে হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.