![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুকুরের যৌনাচরন সম্পর্কে কেউ জানেন?? আজ থেকে বছর কয়েক আগে কুকুর পালার সখ হলো। কুকুর কি খায়, কোন জাতের কুকুর পালনের জন্য ভালো বিতং বিষয় জানার আগ্রহ নিয়ে আমেরিকার পেট এনিমেল সোসাইটির একটি বই পড়া শুরু করলাম।
জানতে পারলাম একটি কুকুর যখন আরেকটি মহিলা কুকুরের প্রতি আকৃষ্ট হয়। তখন সে নানা ভাবে মহিলা কুকুরের মন গলানোর চেষ্টা করে। কিন্তু কখনো জোর করে কুকুরীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলেনা।
তার মানে কুকুর প্রজাতি ধর্ষন প্রক্রিয়ায় আগ্রহী নয়।
স্রষ্টার সেরা জীব মানুষ, আর এ সেরা জীবের বর্তমান আচরন কুকুরকে হার মানিয়েছে বহু আগে। কুকুর আমাদেরকে শিখাচ্ছে একজন নারীর প্রতি কি আচরন করতে হয়? হতভাগা মানব জাতি যদি কুকুরের আচরনটাও শিখতো তাহলে সমাজে কিছু অন্যায় কমে যেত।
আজকে বাসে করে গুলশান থেকে ফার্মগেট যাচ্ছিলাম একটা কাজে। বাসে সবাই পুরুষ শুধু এক কোনায় একজন বুড়ো মহিলা বসা। তিল ধারনের স্থান নেই পুরো বাসে। এমন সময় ব্রাক ইউনিভার্সিটি সামনে থেকে একটি মেয়ে বাসে উঠলো। যথেষ্ট শালিন পোশাকে আশাকে (যেটা দোহাই দিয়ে বীর্যবান পুরুষগন ধর্ষনের পক্ষে সাফাই গায়)
মহিলা সিট দখল করে ছেলেরা বসে আছে। হেল্পার বললেন, এই যে মহিলা সিট থেকে উঠে দাড়ান। কেউ কানে লাগায়না। সবার চোখ মেয়েটার দিকে। মধ্যম বয়েসি একজন এমন ভাবে তাকিয়ে আছেন যেন মেয়েটার দিকে তাকিয়ে তিনি স্বর্গীয় সুখ নিচ্ছেন।
গত কয়েকদিন আগে বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষন করেছে বাসের কর্মচারীরা, গত পরশু জাহাঙ্গীর নগর ভার্সিটিতে সেঞ্চুরী মানিকের ( যে ১০০টা ধর্ষন করে পার্টি দিয়েছিলো) উওরসূরীরা নবাগত ছাত্রীর উপর চালায় অকথ্য নির্যাতন।
আজকে রাঙ্গামাটি থেকে আগত এক সাংবাদিক বন্ধু জানালেন বরকল উপজেলায় ২য় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীর সারা শরীরে মশার কয়েলের স্ট্যান্ড দিয়ে কুচি কুচি করেছে এক পাষন্ড স্বামী।
সারা দেশেই চলছে নারীর প্রতি সহিংসতা, সবাই ভুলে গেছে নারীও একজন মানুষ, সে অন্য গ্রহের প্রানী নয়।
শরীফ কাদেরী একজন স্বাধারন নাগরিক।তার ক্ষমতা সসীম। সে ইচ্ছা থাকা স্বত্তেও অনেক কিছু করতে পারেনা, চারদিকের এই অরাজকতা শরীফ কাদেরীর অন্তরকে ক্ষত বিক্ষত করে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে তার ছোট বোনের জন্য, তার অনাগত ভবিষ্যত শিশুর জন্যে হলেও সে এই সহিংসতার বিরুদ্ধে কথা বলবে।
জানিনা কি করতে পারবো, তবে মনের গভীর থেকে একটি উপলব্দি ডাক দিচ্ছে আমাকে করতেই হবে।
সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে এই কামনা...............
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
রিওমারে বলেছেন: পাবলিকের উচিৎ যে এলাকার নারী ধর্ষন হবে আইনের তোয়াক্কা না করে ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দেয়া যাতে করে আর কেউ ভয়ে এই কাজ করতে না যায়।। দুই চারটা ঘটনা এই রকম ঘটালে আর মনে হয় না ধর্ষন হবে । থিওরিটা এইরকমঃ ধর্ষন= পুরুষাঙ্গ নাই।।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
খান মেহেদী ইমাম বলেছেন: জানতে পারলাম একটি কুকুর যখন আরেকটি মহিলা কুকুরের প্রতি আকৃষ্ট হয়। তখন সে নানা ভাবে মহিলা কুকুরের মন গলানোর চেষ্টা করে। কিন্তু কখনো জোর করে কুকুরীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলেনা।
তার মানে কুকুর প্রজাতি ধর্ষন প্রক্রিয়ায় আগ্রহী নয়।
সুতরাং এখন থেকে কোণ ধর্ষক কে কুকুর বলে গালি দিলে কুকুর অধিকার রখা আইনে মামলা করা যাবে। আফসোস ধর্ষকদের গালি দেয়ার জন্য শব্দ খুজে পাব না।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
চ।ন্দু বলেছেন: ধর্ষণ একটা খারাপ কাজ নি:সন্দেহে। কিন্তু যে সব মেয়েরা সাথে পাটি নিয়ে ঘোরাফেরা করে তাদেরকে কি উপাধি দেয়া যায় তা নিয়ে বেশ চিন্তিত: আছি।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
ট্যটলার বলেছেন: ++++++++সুন্দর করে তুলে ধরেছেন ।