![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখছি আর পড়ছি তবে মাঝে মধ্য কিছু লিখছি, মতামত দিচ্ছি। রক্তিম স্বাগতম আমার ব্লগে। আমি সাম্যের গান গাই, গাই মানবতার, শুনি মজলুমের আর্তনাদ আর স্লোগান দেই ‘প্রভাতফেরীর মিছিল চলছে, ছড়াও ফুলের বন্যা’। ফেসবুকে আছি ‘Shariful Islam Sharif’ নামে!
উত্তরবঙ্গের মানুষের আশা ভরসার আশ্রয়নীড় রাজশাহী বিশ্ববিদ্যালয়।মতিহারের স্নিগ্ধ হাওয়ায় দুর্নিবার গতিতে চলে রাবির আগামী দিনের পথচলা।কিন্তু কলুষিত অপরাজনীতি বার বার রক্তে রঞ্জিত করে মতিহারের মাটি। পা-কাটা, রগ-কাটা,গলা-কাটা আরও অভিনব কায়দায় চলে মধ্যযুগীয় বরবর হত্যাকান্ড।ভাবতে অবাক লাগে, কত বড় জানোয়ার হলে তারা নিজের সহপাঠীর স্বাভাবিক জীবনকে থামিয়ে দেয়।কেমন মা-বাবার সন্তানই বা তারা???।আর কেমন দলের কমীই বা তারা???।কলম ছেড়ে অস্ত্র হাতে শুকুনের মতো হিংস্র হয়ে ওঠে ঐ নরপশুরা।নিজের শক্তি প্রদর্শন, নেতাদের মন জয়, সাময়িক বাহবা, ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করতে-চর দখলের মতো হল দখল করতে ঘৃণ্য এই অপকম করতে লজ্জা করেনা।তাই চাদাবাজি, টেন্ডারবাজি,মারামারি-কাটাকাটি তাদের কাছে ডাল ভাতের মতো।কারণ নেতার হুকুম পালন করতেই হবে। অথচ নিজের বিপদের সময় নেতারা লা-পাত্তা। শুধু রাবি নয়, ঢাবি-চবি-জাবির মতো বিদ্যাপীঠে চলছে অহরহ সন্ত্রাস-দিনে দপুরে হত্যার চালিয়ে যাচ্ছে উলঙ্গ উল্লাস!!!.।
©somewhere in net ltd.