![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখছি আর পড়ছি তবে মাঝে মধ্য কিছু লিখছি, মতামত দিচ্ছি। রক্তিম স্বাগতম আমার ব্লগে। আমি সাম্যের গান গাই, গাই মানবতার, শুনি মজলুমের আর্তনাদ আর স্লোগান দেই ‘প্রভাতফেরীর মিছিল চলছে, ছড়াও ফুলের বন্যা’। ফেসবুকে আছি ‘Shariful Islam Sharif’ নামে!
পাওয়া যাবে এবারের একুশে বই মেলায়। দেশ বিভাগের ২৪ বছর কার্যকালীন সময়ে ছাত্র রাজনীতির ঐতিহাসিক ভূমিকা----৫২ভাষা আন্দোলন, ৬৪’র শিক্ষা আন্দোলন,৬৯’র গণঅভ্যুত্থান এর পর ৭১’র মহান মুক্তিযুদ্ধে ছা্ত্র রাজনীতির মূল কারিগর ছাত্র সংসদের ভূমিকা ছিল নজীরবিহীন প্রাণচঞ্চল। তার পর স্বাধীনতার ৪৪ বছরে ছাত্র সংসদের ভূমিকা কেমন ছিল আর জনগনের বা কি দাবী ছিল।অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংদের উজ্জ্বল বীরত্ব………….
ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ও জিএসদের গৌরবময় ইতিহাস।বর্তমানে কে কোথায় আছে, এছাড়াও ছাত্র রাজনীতির সাথে জড়িত বিথ্যাত নায়কদের কথনমালাও খাকছে........
অথচ আজ হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে দেশের সম্ভবনাময়ী ছাত্র রাজনীতি।আদু ভাইদের ভারে নুইয়ে পড়ছে ছাত্র নেতৃত্ত্ব, লেজুড় বৃত্তিরাজনীতির চাপে ছাত্ররাজনীতি তার স্বকীয়তা হারিয়ে ফেলছে।কারণ দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত‘ ছাত্র সংসদ ’দুই দশক ধরে বন্ধ রাখা হয়েছে।ফলে ভিনদেশী শুকুনগুলো মাথাচড়া দেয়ার ঘুণ্য আস্ফালন দেখাচ্ছে ।এহেন অবস্থায় ছাত্র সংসদের ভূমিকা কি হবে. আগামী দিনে ছাত্র সংসদের ব্যনারে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট কেমন খাকবে এসব কিছু নিয়েই গুডবাই ছাত্র সংসদ.......
স্টল নং--৩২৯।
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ধন্যবাদ..মবীন সাহেব।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: অথচ আজ হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে দেশের সম্ভবনাময়ী ছাত্র রাজনীতি।আদু ভাইদের ভারে নুইয়ে পড়ছে ছাত্র নেতৃত্ত্ব, লেজুড় বৃত্তিরাজনীতির চাপে ছাত্ররাজনীতি তার স্বকীয়তা হারিয়ে ফেলছে।কারণ দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত‘ ছাত্র সংসদ ’দুই দশক ধরে বন্ধ রাখা হয়েছে।ফলে ভিনদেশী শুকুনগুলো মাথাচড়া দেয়ার ঘুণ্য আস্ফালন দেখাচ্ছে ।
কথাগুলো যথার্থ বলেছেন।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। আশা করবো বইটি পাঠকের মন কাড়তে সক্ষম হবে। নিরন্তর শুভ কামনা রইলো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬
নাসরীন খান বলেছেন: শুভকামনা ও বইটি সফলতা নিয়ে আসুক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৮
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৭
জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন আপনাকে