| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখছি আর পড়ছি তবে মাঝে মধ্য কিছু লিখছি, মতামত দিচ্ছি। রক্তিম স্বাগতম আমার ব্লগে। আমি সাম্যের গান গাই, গাই মানবতার, শুনি মজলুমের আর্তনাদ আর স্লোগান দেই ‘প্রভাতফেরীর মিছিল চলছে, ছড়াও ফুলের বন্যা’। ফেসবুকে আছি ‘Shariful Islam Sharif’ নামে!
হায়রে বিজ্ঞানের যুগ!! নাকি সভ্যতার আরেক মহাসংকট! মহাকাশের কক্ষপথে নাকি ঢাকার ঐতিহ্যবাহী যানজট রপ্তানি হচ্ছে! আমেরিকান গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন দেশ মহাকাশে এত বেশি অনুসন্ধানী স্যাটেলাইট বা ক্ষেপনাস্ত্র পাঠিয়েছে, যার কারণে নাকি মহাকাশ নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে! বড্ড হিমশিম খেতে হচ্ছে! অচিরেই নাকি মহাকাশে অনুসন্ধানগামী সকল যান অকেজো হয়ে পড়বে!! তাই নাসা কৃর্তপক্ষ মহাকাশে যানজট নিরসনে ট্রাফিক চৌকিদার নিয়োগ দিচ্ছে!! দীর্ঘদিনের সফল(!!)অভিজ্ঞতা আর মাঠ পর্যায়ের তীক্ত ব্যর্থতার জন্য নাকি নিয়োগে ঢাকার ট্রাফিক পুলিশরা বেশি অগ্রাধিকার পাবে!!
এদিকে খুশিতে বগল বাজাচ্ছে ঢাকার দুই সুপার হিরো মেয়র মহোদয়!! জনদরদিরা এমনিতেই রাজধানীকে ডুবিয়ে ঢাকাবাসীদের জন্য নতুন করে সাঁতার শিখার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন!!! শুধু তাই নয়, ঢাকার ট্রাফিক পুলিশদেরকে মহাকাশে নিয়োগ দিয়ে দেশ ও জাতির জন্য কিছু বাড়তি টাকা ইনকাম করারও চিন্তাভাবনা করছে!!!!!
এই না হলে জনতার পাগলা মেয়র……!!!
©somewhere in net ltd.