০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৯
জীবনের হিসাব
=-=-=-=-=-=-=-
জীবন চলেছে আপন নীড়ে
সময় হারাচ্ছে সময়ের ভিড়ে,
নদীর স্রোত ফিরেনা ফের
সেই নদীর তিরে।
চলেছে সব নিরবধি
তার আপন মোহনায়,
করছি ভোগ অন্যের জীবন
আপন মালিকানায়।
পরিষ্কার হবে যেদিন
আমার সব পাপ,
দিতে হবে সেই জীবনের
...
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
কত যে খুশি হয়েছি আজ
বলার ভাষা নেই,
...
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪১
দাবা খেলা
লাগে ভালা
যখন সময় পাই,
আমি! দাবা খেলা
তখন খেলে যাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০
বন্ধু
এভাবেই হয়তো একদিন
অপরিচিত হয়ে যাবো,
আর একলা আমি
একলাই রবো।
দেখেও হয়তো দেখবেনা,
চিনেও হয়তো চিনবেনা তুমি,
অবাক করা অশ্রুনয়নে
তোমার দিকেই তাকাবো আমি।
জানি কেটেই যাবে জীবন
কোন না কোন ভাবে,
বন্ধুহীন এ...